নিউজ ব্যাংক ২৪ ডট নেট : নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের নিতাইপুর এলাকাবাসীর উদ্যোগে ২৫০ জন অসহায় ও দুস্থদের মাঝে ত্রান বিতরণ করা হয়।
সোমবার ৬ই এপ্রিল সকালে ফতুল্লার নিতাইপুর এলাকায় এ ত্রান বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী মেম্বার রাশিদা বেগম, সাবেক মেম্বার নজরুল ইসলাম, নিতাইপুর উন্নয়ন কমিটির সভাপতি হাজী আব্দুল কাদির প্রধান, সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ জাফর, হাজী জসিম উদ্দিন, হাজী আনোয়ার হোসেন, হাজী অলি আহাম্মেদ, ইসমাইল হোসেন, শাহ-আলম, কাউসার আহাম্মেদ, লিটন আহাম্মেদ, শেখ আহাম্মেদ ও মোহাম্মদ হেলাল প্রমূখ।
ত্রান বিতরন কালে নিতাইপুর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ জাফর বলেন দেশের এই দুর্যোগ মুহুর্তে ঘরবন্দি দিনমজুর ও গরীব মানুষগুলোকে না খেয়ে থাকতে যেন না হয় সেজন্যই এসব মানুষের পাশে এসে দাঁড়িয়েছি আমরা নিতাইপুর এলাকাবাসী।