আরো খবর
নিউজ ব্যাংক ২৪.নেট : আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। এর ফলাফলের উপর নারায়ণগঞ্জের উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা, অসম্প্রাদায়িক সামাজিক বন্ধন, মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণ, শিক্ষার প্রসার প্রভূতি বিষয়গুলো নির্ভর করে।

করোনা মহামারীর সময় সারা দেশসহ নারায়ণগঞ্জে প্রচুর আক্রান্ত ও মৃত্যুবরণ করে। সে সময় সিটি কর্পোরেশন থেকে সচেতনতা বৃদ্ধি, চিকিৎসা সহায়তা ও ভ্যাকসিন প্রদানে বিশেষ ভূমিকা পালন করে।
শহরের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী, নারী মানবাধিকার প্রতিষ্ঠা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ভূমিকা পালনকারী, মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণ, শিক্ষা ও চিকিৎসার প্রসার, কোভিড-১৯ প্রতিরোধ এবং দারিদ্র মুক্ত সমাজ গঠন ও নারায়ণগঞ্জের উজ্জল ভাবমূর্তি রক্ষায় যারা বিশেষ ভূমিকা পালন করবেন, এমন প্রার্থীদের মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচিত করার জন্য বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলা সাধারণ জনগণ ও নারী সমাজের প্রতি বিশেষ আহবান জানাচ্ছেন।
নির্বাচন যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রাক্ষাকারী বাহিনীর প্রতিও বিশেষ আহবান জানানো যাচ্ছে।