7 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / নাসিক নির্বাচনে জনতার জয় হয়নি; হয়েছে ইভিএম-এর -মুফতি মাসুম বিল্লাহ

নাসিক নির্বাচনে জনতার জয় হয়নি; হয়েছে ইভিএম-এর -মুফতি মাসুম বিল্লাহ

 

 

নিউজ ব্যাংক ২৪. নেট : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানান, এবার নাসিক নির্বাচনে জনতার জয় হয়নি; হয়েছে ইভিএম-এর। ইভিএম-এর ফলে ভোট কাস্টিং হয়েছে কম। কারচুপির তো শেষ-ই নেই।

১৭ জানুয়ারি সোমবার বিকাল ৩টায় নগর অফিসে মুফতি মাসুম বিল্লাহ এক বিবৃতিতে উপরোক্ত কথা বলেন।

আরও পড়ুন...

ত্বকী, শাওন ও স্বজন’র মত নারায়ণগঞ্জের সকল হত্যার বিচার করতে হবে- আবদুল মোনায়েম মুন্না

নিউজ ব্যাংক ২৪. নেট : “নারায়ণগঞ্জে গত সাড়ে পনেরো বছরে যত হত্যাকাণ্ড এবং অন্যায় হয়েছে, প্রত্যেকটি …