7 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / প্রতিবেদন / নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের তালা ভেঙ্গে চুরির চেষ্ঠা

নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের তালা ভেঙ্গে চুরির চেষ্ঠা

নিউজ ব্যাংক ২৪ ডট নেট  : নারায়ণঞ্জ সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ডের আর কে মিত্র রোড নিমতলা লেকের সাথে নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের অফিসে মঙ্গলবার দিবাগত রাত ২ টার সময় তালা ভেঙ্গে চুরির চেষ্ঠা করার সময়  স্থানীয় এলাকাবাসি হাতে নাতে  ৩ জন চোরকে ধরে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চোরের দলটি সংসদের কম্পিউটার এবং টেবিলের ক্যাশ চুরি করার চেষ্ঠা করে।  এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে চোরের দলটিকে ধরতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাযায়, চোরদের ১জনের নাম ফারুক, পিতা- তোফাজ্জল হোসেন, ২য় জনের নাম  রাতুলসহ মোট ৩জন এই চুরির ঘটনার সাথে যুক্ত ছিলো। তাদের সকলে বাড়ি দক্ষিণ র‌্যালি বাগান এলাকায়। এ ঘটনার বিষয়ে  মামলার প্রস্তুতি চলছে বলে জানায় নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের সভাপতি। ধৃত চোরের দলটি চুরি করার বিষয়টি উপস্থিত সকলের সামনে স্বীকার করে।

এ  সময় উপস্থিত ছিলেন নিমতলা পঞ্চায়েত পরিষদের প্রধান মিজানুর রহমান, এবং নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের সভাপতি রাগিব হাসান ভুঁইয়াসহ স্থানীয় জনগণ।

তাৎক্ষণিক ভাবে সংগঠনের সভাপতি রাগিব হাসান ভুঁইয়া বলেন,  আমরা নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের সদস্যরা বর্তমান পরিস্থিতিত্বে করোনা ভাইরাস কোভিড ১৯ নিয়ে বিভিন্ন সেবামূলক কাজ সমাজের মানুষের জন্য করে যাচ্ছি। আমাদের সংগঠনের এই  সেবাকে থমকে দেয়ার জন্য এটা একটি অনাকাংক্ষিত বড় ব্যাপার। তারপর ও আমরা থমকে যাবো না। চোরদের পরিচয় ঠিকানা আমরা পেয়েছি। চুরি এই ঘটনার বিষয়ে আইনশৃংখলা বাহিনীর কাছে আমরা সংগঠনের পক্ষে মামলা করবো।

 

 

আরও পড়ুন...

ব্যাংক লুটের ঘটনায় হামলায় অংশ নেয় শতাধিক অস্ত্রধারী, গায়ে ছিল কেএনএফের পোশাক

নিউজ ব্যাংক ২৪. নেট :  বান্দরবানের রুমা ও থানচিতে পৃথক ব্যাংক লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার …