6 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / শীর্ষ সংবাদ / না’গঞ্জে ৯৭৫ বোতল ফেনসিডিল সহ র‌্যাব-১১ কর্তৃক ৪ জন গ্রেফতার 

না’গঞ্জে ৯৭৫ বোতল ফেনসিডিল সহ র‌্যাব-১১ কর্তৃক ৪ জন গ্রেফতার 

নিউজ ব্যাংক ২৪. নেট : র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর কোম্পানী কমান্ডার উপ-পরিচালক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম স্বাক্ষরিত ও প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিউজ ব্যাংক ২৪ কে জানান, সোমবার ২২ আগস্ট ২০২২ তারিখে র‌্যাব-১১ এর একটি চৌকস আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৯৭৫ বোতল ভারতীয় মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধারপূর্বক ১ জন সহযোগী সহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী ১। মোঃ মানিক (৪১), পিতা- মৃত আব্দুল সোবাহান, সাং- গলাচিপা মসজিদ, গোয়ালপাড়া ডিএন রোড, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ, ২। মোঃ
আলতাফ হোসেন (৪৫), পিতা-মৃত নূর ইসলাম মিয়া, সাং-উত্তর নরসিংপুর, দিঘুলিপুর, থানা- ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ, ৩। মোঃ তোতা মিয়া (৩৮), পিতা-মৃত আব্দুস সাত্তার, সাং-কলেজ রোড (আওয়াল চেয়ারম্যানের বাড়ির গলি), গলাচিপা, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ’দেরকে
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কাশীপুর এবং দেওভোগ এলাকা হতে ৯৭৫ বোতল ভারতীয় মাদকদ্রব্য ফেনসিডিল সহ গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের স্বীকারোক্তি মতে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসার সহযোগী অপর আসামী ৪। মোঃ তুষার আহমেদ (২৮), পিতা- রেজাউল করিম, সাং-নেহাচর, কুতুবপুর, থানা- ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গ্রেফতারের পূর্বেই আসামী তুষার আহমেদ এর সহযোগীতায় উক্ত মাদক ব্যবসার কাজে জড়িত অপর চার
আসামী যথাক্রমে মোঃ শাহাবুদ্দিন (৪২), মোঃ রাব্বি মোল্লা (২৮), সোহেল (৩০) এবং আলম (৩২) পালিয়ে যেতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ ভারতীয় মাদকদ্রব্য ফেনসিডিল নিজেদের হেফাজতে রেখে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানা এলাকাসহ আশপাশের এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন...

না’গঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ শাড়ি ও কাপড় জব্দ  

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৬ কোটি …