নিউজ ব্যাংক ২৪. নেট : র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর কোম্পানী কমান্ডার উপ-পরিচালক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিউজ ব্যাংক ২৪ কে জানান, মঙ্গলবার ৫ জুলাই ২০২২ তারিখে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন চিটাগাং টু ঢাকা মহাসড়ক সংলগ্ন পিরোজপুর এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদক দ্রব্য নিয়ে অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ী ১। মোঃ আলী আজগর (২৪), পিতা-মোঃ আবুল কাশেম, সাং-চরউবদি, থানা-লক্ষীপুর সদর, জেলা -লক্ষীপুর এবং ২। মোঃ শাহেদ (২০), পিতা-মোঃ আলতাফ হোসেন, মাতা-হাসিনা খাতুন,সাং-আলীডোগী, থানা-বসুরহাট, জেলা-নোয়াখালী’কে ২৪৮ (দুইশত আটচল্লিশ) বোতল ফেন্সিডিল উদ্ধারসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।