10 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সংগঠন সংবাদ / না’গঞ্জে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

না’গঞ্জে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিউজ ব্যাংক ২৪. নেট : ‘শিক্ষার বাণিজ্যিকীকরণ-সাম্প্রদায়িকীকরণ রুখে দাঁড়ান সর্বজনীন, বিজ্ঞানভিত্তিক, বৈষম্যহীন, সেক্যুলার, একই পদ্ধতির গণতান্ত্রিক শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারী সকাল ১১ টায় নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাড়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে জেলা শাখার সভাপতি মুন্নি সরদারের সভাপতিত্বে ছাত্র সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

ছাত্র সমাবেশ ও মিছিলে বক্তব্য রাখেন, মুক্তা বাড়ৈ, ফয়সাল আহাম্মেদ রাতুল, রিনা আক্তার, সাইফুল ইসলাম, নাসিমা আক্তার প্রমুখ।

ছাত্র সমাবেশে বক্তারা বলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট-এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকলকে জানাই রক্তিম অভিবাদন ও শুভেচ্ছা। ১৯৮৪ সালের ২১ জানুয়ারি স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্মলাভ করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সর্বজনীন বিজ্ঞানভিত্তিক বৈষম্যহীন সেক্যুলার একই পদ্ধতির গণতান্ত্রিক শিক্ষার দাবিতে, শিক্ষার অধিকার প্রতিষ্ঠার অঙ্গিকার নিয়ে আমরা পার করছি লড়াইয়ের ৩৯ বছর। স্বাধীনতার ৫২ বছর পরও এই রাষ্ট্র তার ঘোষিত অঙ্গীকার বাস্তবায়ন করতে ব্যর্থ।

সবার জন্য শিক্ষা, স্বাস্থ্যসহ মৌলিক অধিকার নিশ্চিত করার বদলে এগুলোকে বাজারী পণ্যে পরিনত করা হয়েছে। কমছে শিক্ষাখাতে রাষ্ট্রীয় বরাদ্দ, শিক্ষা লাগামহীনভাবে হয়ে পড়ছে ব্যয়বহুল। ক্রমাগত বাড়ছে বেতন-ফি, নামে বেনামে নানান খাতে আদায় করা হচ্ছে অর্থ। কাগজ, বই, খাতা কলম সহ শিক্ষা উপকরণের অসহনীয় মূল্যবৃদ্ধিতে হিমশিম খাচ্ছে দেশের আপামর ছাত্র-জনতা। শিক্ষার বিষয়বস্তুতে অন্তর্ভূক্ত হচ্ছে কূপমণ্ডূক, অবৈজ্ঞানিক, সাম্প্রদায়িক বিষয়বস্তু। জীবন ও জগৎ সম্পর্কে জ্ঞান অর্জন করে গবেষণার মাধ্যমে সেই জ্ঞানের অগ্রগতি ঘটানো নয়, শিক্ষার উদ্দেশ্য পর্যবসিত হয়েছে প্রশিক্ষণ নিয়ে কেবলমাত্র পুঁজিপতিদের মুনাফা বানানোর যন্ত্র তৈরী করা। শিক্ষা শেষে অপ্রতুল কর্মসংস্থানের কারণে শিক্ষার্থীদের জীবনে নেমে এসেছে বেকারত্বের এক ভয়াবহ অনিশ্চয়তা। আত্মহত্যার প্রবণতা, হতাশা, মানসিক রোগ যে আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে তা খোলা চোখেই দেখা যায়।

শাসকগোষ্ঠী এইসমস্ত অসঙ্গতির দায়ভার করোনা মহামারী এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের উপর চাপিয়ে নিস্তার পাওয়ার চেষ্টায় আছে, কিন্তু এই সংকট শুরু হয়েছিল করোনার আগেই, যেদিন থেকে বাণিজ্যিক ধারায় শিক্ষাকে পরিচালনা করার শিক্ষানীতি প্রণীত হয়েছিল, সেদিন থেকেই। স্বাধীনতার পর থেকেই শিক্ষার বাণিজ্যিকীকরণ, সাম্প্রদায়িকীকরণের বিরুদ্ধে ছাত্র-সমাজ অধিকার আদায়ের লড়াই চালিয়ে আসছে। আজকে সেই গৌরবময় লড়াইকে কালিমালিপ্ত করার জন্য বরাবরের মতই শাসকগোষ্ঠী এক ঘৃণ্য চক্রান্তে নেমেছে। বর্তমানে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে তেমন সরকারদলীয় ছাত্র সংগঠন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একক দখলদারিত্ব কায়েম করেছে। ছাত্র রাজনীতির নামে তারা গণরুম, গেস্টরুমে ছাত্র নির্যাতন, টর্চার সেল স্থাপন, বিরোধী মত দমন, চাঁদাবাজি, ছিনতাই, খুন, ধর্ষণ, এমন কোন অপরাধ নেই যা তারা করে না। একদিকে ছাত্র সমাজকে করা হয়েছে জিম্মি, অন্যদিকে তাদের এসকল অপকর্ম ছাত্র রাজনীতিকে কলুষিত করছে। শিক্ষা রক্ষার আন্দোলন যাতে গড়ে না ওঠে, তাই বলপ্রয়োগ করে, অপপ্রচার করে, বিভ্রান্তি ছড়িয়ে আজকে ছাত্র রাজনীতির উপর নামিয়ে আনা হচ্ছে বহুমুখি আক্রমণ। কিন্তু আমাদের অতীত লড়াই শখিয়ে গেছে, ছাত্র সমাজের সংগঠিত প্রতিরোধই পারে সকল অন্যায় শোষণের ভিত্তি চূর্ণ করে দিতে। প্রতিষ্ঠার ৩৯ বছরে এসে সেই অতীত লড়াইয়ের শিক্ষা ও সংগ্রামী চেতনা সমগ্র ছাত্র সমাজের মধ্যে ছড়িয়ে দেবার অঙ্গীকার করছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সর্বস্তরের ছাত্র-জনতার অংশগ্রহণ ও সহযোগিতা আমাদের লড়াইকে শক্তিশালী করবে।

আরও পড়ুন...

মহিলা পরিষদের কেন্দ্র পরিচালিত “জেন্ডার, নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট (১৪তম) কোর্স”- এর মাঠকর্ম অনুষ্ঠিত

নিউজ ব্যাংক ২৪. নেট : বাংলাদেশ মহিলা পরিষদ, কেন্দ্রীয় প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার উপ-পরিষদের উদ্যোগে …