6 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / না’গঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

না’গঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নিউজ ব্যাংক ২৪. নেট : সম্প্রতি বাংলাদেশে আলোচিত ঘটনা যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনিকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা যুবদল।
শনিবার ১৬ জুলাই সকালে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মমতাজ উদ্দিন মন্তুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলিটি চিটাগাং রোড থেকে শুরু করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা যুবদল নেতা ধনী হত্যার বিচারের দাবিতে শ্লোগান দিতে থাকে।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মমতাজ উদ্দিন মন্তু বলেন, যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনির মত নেতাদের প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করার মত ঘটনা এই অবৈধ সরকারের অধীনেই সম্ভব। আমরা এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি নাজমুল হক রানা, সাবেক যুগ্ম সম্পাদক আরমান হোসেন, মনজুরুল আলম মুসা, শাহজালাল কালু, মো: রাসেল, মো: ইব্রাহীম, ওসমান গনী, ইব্রাহীম (২), ইব্রাহিম (৩), মো: ফারুক, রাজু, রোমান, সোহাগ, আর: কাদির, ডা. আ: হালিম, জামাল প্রধান, মো: মিজানসহ সিদ্ধিরগঞ্জ থানার ১০ টি ওয়ার্ডের নেতৃবৃন্দ।

আরও পড়ুন...

ত্বকী, শাওন ও স্বজন’র মত নারায়ণগঞ্জের সকল হত্যার বিচার করতে হবে- আবদুল মোনায়েম মুন্না

নিউজ ব্যাংক ২৪. নেট : “নারায়ণগঞ্জে গত সাড়ে পনেরো বছরে যত হত্যাকাণ্ড এবং অন্যায় হয়েছে, প্রত্যেকটি …