নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত বিএনপির জনসমাবেশে ব্যাপক শোডাউন ও বিশাল মিছিল নিয়ে যোগদান করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
শুক্রবার ১৯ মে বিকেলে নারায়ণগঞ্জের চাষাড়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির সমাবেশে বিশাল শো-ডাউন নিয়ে যোগদান করেন তিনি।
সমাবেশে নিজ বক্তব্যে দিপু ভূঁইয়া বলেন, আমাদের সহযোগী যাদের নিয়ে একসাথে আমরা আন্দোলন করি। সেই মান্নান ভাই, টিটু, জিকু, জাকির খানসহ আমাদের অনেক নেতাকর্মী কারাগারে আছে। আমরা অতি শিঘ্রই তাদের সকলকে মুক্ত করে আনবো।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ সহ আরও অনেকে।