নিউজ ব্যাংক ২৪. নেট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়াসহ দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর সকাল সাড়ে দশ টার দিকে নারায়ণগঞ্জ শহরের ২নং রেল গেইট এলাকায় এ হতাহতের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় যুবদলের শাওন নামের এক নেতা পুলিশের গুলিতে নিহত হয়েছেন।
এর আগে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সকালে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা ২নং রেল গেইট এলাকায় জড়ো হতে থাকে। এসময় পুলিশ তাদেরকে শোভাযাত্রা করতে নিষেধ করলে তারা জোর করে শোভাযাত্রা বের করতে চাইলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে বিপরীতে রাবার বুলেট, টিয়ার শেল ও গুলি ছুড়ে পুলিশ। এ ঘটনায় ১ জন নিহত হন এবং বিএনপি নেতাকর্মী, সাংবাদিক ও পুলিশ সহ অন্তত দুই শতাধিক হতাহতের ঘটনা ঘটেছে।
নিহত শাওন যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন সে বক্তাবলী ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান এম শওকত আলীর ভাতিজা। সদর উপজেলার ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের যুবদলের নেতা ছিলেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল ১০ টার দিকে শোভাযাত্রা বের করতে নিষেধ করা হলে তারা জোর পূর্বক শহরের ২নং রেল গেইট এলাকায় এসে পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। এসময় কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হন। বিক্ষোভকারীদের প্রতিরোধ করার লক্ষ্যে পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ। বিএনপির নেতাকর্মীরা পুলিশ বক্সে হামলা চালিয়ে ভাংচুর করেছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্ততি চলছে।