নিউজ ব্যাংক ২৪. নেট : (সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি) : নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে মর্জিনা আক্তার রুবি (১৯) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছেন।
সোমবার (৭ নভেম্বর) সকালে আজিবপুর সরদারপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত নারী বরগুনার আমতলীর আমরাগাইছা এলাকার আবু বাসারের স্ত্রী। তারা সিদ্ধিরগঞ্জের আজিবপুর সরদারপাড়া এলাকার আব্দুল হকের বাড়ির ভাড়াটিয়া ছিলেন।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত জামিল গণমাধ্যম কর্মীদের জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে সে আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে। এ ঘটনায় থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।