নিউজ ব্যাংক ২৪. নেট : চুলায় পুড়ছিল হাড়িতে রান্না করা ভাত। তারই পোড়া গন্ধে প্রতিবেশীরা এসে দেখেন, ঘরের ভিতর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ৫৫ বছর বয়সী নারীর লাশ।
খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ বুধবার ৩ এপ্রিল বিকালে সেই নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহত নারীর নাম নূর জাহান। সে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭ নং ওয়ার্ডের পাইকপাড়া আদর্শ নগর এলাকার রমজান মোল্লার স্ত্রী। তিনি ২ ছেলে মেয়ের মা।

রমজান মোল্লা জানান, আমি স্বণালঙ্কার কিছু চাই না। আমি শুধু এই হত্যাকারীদের দেখতে চাই। আমি আমার স্ত্রীর খুনিদের বিচার চাই।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) অনিছুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে। এটি হত্যাকাণ্ড হিসেবে ধারণা করা হচ্ছে, জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ করেছে।