6 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / না’গঞ্জে নিজ বাসায় রক্তাক্ত ৫৫ বছর বয়সী বৃদ্ধার লাশ উদ্ধার 

না’গঞ্জে নিজ বাসায় রক্তাক্ত ৫৫ বছর বয়সী বৃদ্ধার লাশ উদ্ধার 

নিউজ ব্যাংক ২৪. নেট : চুলায় পুড়ছিল হাড়িতে রান্না করা ভাত। তারই পোড়া গন্ধে প্রতিবেশীরা এসে দেখেন, ঘরের ভিতর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ৫৫ বছর বয়সী নারীর লাশ।
খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ বুধবার ৩ এপ্রিল বিকালে সেই নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহত নারীর নাম নূর জাহান। সে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭ নং ওয়ার্ডের পাইকপাড়া আদর্শ নগর এলাকার রমজান মোল্লার স্ত্রী। তিনি ২ ছেলে মেয়ের মা।
স্থানীয়রা জানান, ৪ রুমের টিনশেট বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন নূর জাহান। সদস্য আরও ২টি টিনশেট রুম তুলেছেন তারা। ঘটনার দিন স্বামী রমজান মোল্লা রাজধানী ঢাকার মোহাম্মদপুরে গাড়ি চালকের চাকুরী করেন। কাজের সুবাদে তিনি সেখানেই ছিলেন। সন্তান রিফাতও ছিলেন কাজে, মেয়ে শ্বশুর বাড়িতে। বাড়ি ফাঁকা অবস্থায় কে কা কারা এসে তাকে হত্যা করে স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে।
রমজান মোল্লা জানান, আমি স্বণালঙ্কার কিছু চাই না। আমি শুধু এই হত্যাকারীদের দেখতে চাই। আমি আমার স্ত্রীর খুনিদের বিচার চাই।
নিহতের ছেলে রিফাত জানান, আমার মা খুবই ভালো মানুষ ছিল, তার সাথে কারো দন্ধ ছিল না। বাড়ি ফাঁকা পেয়ে কে কা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, বলতে পারছি না।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) অনিছুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে। এটি হত্যাকাণ্ড হিসেবে ধারণা করা হচ্ছে, জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ করেছে।

আরও পড়ুন...

সাংস্কৃতিক বিরোধ আমরা যদি মেটাতে না পারি তাহলে বাংলাদেশের রাজনৈতিক বিরোধ মিটবে না- উপদেষ্টা ফারুকী

নিউজ ব্যাংক ২৪. নেট : সাংস্কৃতিক ভাবে বাংলাদেশকে আর দুই ভাগ করা যাবে না বলে …