6 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / না’গঞ্জে গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়ক এড. খলিলুর রহমান

না’গঞ্জে গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়ক এড. খলিলুর রহমান

নিউজ ব্যাংক ২৪. নেট : গণতন্ত্র মঞ্চ নারায়ণগঞ্জ জেলা পরিচালনা পরিষদের নতুন সমন্বয়ক নির্বাচিত হয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি প্রবীণ রাজনীতিবিদ এডভোকেট খলিলুর রহমান।

শনিবার ১০ ডিসেম্বর ২০২২ থেকে পরবর্তী এক মাসের জন্য তিনি মঞ্চের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন। গত ৯ ডিসেম্বর গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে মঞ্চের সদ্য বিদায়ী সমন্বয়ক তরিকুল সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত মঞ্চের নারায়ণগঞ্জ জেলা পরিচালনা পরিষদের সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান টিপু, গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা কমিটির নির্বাহী পরিচালক অঞ্জন দাস, নাগরিক ঐক্যের নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক কবির হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি আবদুল মোতালেব ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা মোক্তার হোসেন প্রমূখ।

আরও পড়ুন...

ত্বকী, শাওন ও স্বজন’র মত নারায়ণগঞ্জের সকল হত্যার বিচার করতে হবে- আবদুল মোনায়েম মুন্না

নিউজ ব্যাংক ২৪. নেট : “নারায়ণগঞ্জে গত সাড়ে পনেরো বছরে যত হত্যাকাণ্ড এবং অন্যায় হয়েছে, প্রত্যেকটি …