নিউজ ব্যাংক ২৪. নেট : গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল বুধবার ৭ জুন ২০২৩ খ্রিষ্টাব্দ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন দাপা ইদ্রাকপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সোহাগ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আবুল হোসেন কালু (২৫), পিতা-মৃত বাবুল মিয়া, সাং-দাপা ইদ্রাকপুর, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা ও ডিএমপি কদমতলী থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।