8 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / না’গঞ্জের ফতুল্লা হতে কিশোর গ্যাং লিডার শুভ র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার

না’গঞ্জের ফতুল্লা হতে কিশোর গ্যাং লিডার শুভ র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার

নিউজ ব্যাংক ২৪. নেট :  র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ধসঢ়;ঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া যে কোন চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটনের জন্য র‌্যাব ছায়া তদন্ত করে আসছে।

র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর কোম্পানী কমান্ডার উপ-পরিচালক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম স্বাক্ষরিত ও প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিউজ ব্যাংক ২৪ কে জানান, গত ৪ ডিসেম্বর ২০২২ তারিখে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন চাষাঢ়া বালুর মাঠ এলাকায় বিশ^কাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে দুইজন যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ভিকটিমের ভাবি মানছুরা (২১) বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন, যার মামলা নং-০৭, তারিখ-০৫/১২/২০২২ইং। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হয় যা এলাকায় ব্যাপক আলোড়ন
সৃষ্টি করে।

উল্লেখিত বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ সহ চাঞ্চল্যকর এই হত্যা চেষ্টা মামলার আসামীদের গ্রেফতারের জন্য র‌্যাব-১১, সিপিসি-১ এর একটি গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় ২০ ডিসেম্বর ২০২২ তারিখ র‌্যাব-১১, সিপিসি-১ এর অভিযানে
বিশ্বকাপ ফুটবল দল সমর্থনকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার ভাতিজা কিশোর গ্যাং লিডার মোঃ মাহফুজুর রহমান ওরফে শুভ (১৮), পিতা- মোঃ সোহেল, সাং- রানাগাছা (নান্দিনা কালীবাড়ী), থানা-জামালপুর সদর, জেলা-জামালপুর এ/পি সাং-
ইসদাইর, রসুলবাগ, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ’কে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পূর্ব ইসদাইর এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাতিজা কিশোর গ্যাং সদস্যরা চাষাঢ়া বালুর মাঠ সংলগ্ন মাইন উদ্দিনের চায়ের দোকান ও আশপাশের এলাকায় প্রায়ই আড্ডা দেয় এবং সাধারণ মানুষকে হয়রানি সহ জানমালের ক্ষতি করে আসছিল। ঘটনার দিন তারা মাইন উদ্দিনের চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় বিশ^কাপ ফুটবল দল সমর্থনকে কেন্দ্র করে বাগ-বিতন্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে কিশোর গ্যাং লিডার শুভ (১৮) তার সহযোগী কিশোর গ্যাং সদস্য হিমেল (১৮), মাইন (১৯), ইমন (১৯)-সহ অজ্ঞাতনামা ১০/১২ জন ভিকটিম মোঃ সজীব (২০) ও তার বন্ধু অজয় (২০)’দ্বয়কে হত্যার উদ্দেশ্যে উপুর্যপুরি ছুড়িকাঘাত করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত-জখম করে। সে সময় ভিকটিমদের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ভিকটিম মোঃ সজীব (২০) এর অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়।

হত্যা চেষ্টার সাথে জড়িত অন্যান্য আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন...

প্রয়াত সাংবাদিক সুলতানের রুহের মাগফেরাত কামনায় যুগের চিন্তার উদ্যোগে মিলাদ ও দোয়া

নিউজ ব্যাংক ২৪. নেট : দৈনিক যুগের চিন্তা পত্রিকার স্টাফ রিপোর্টার ও নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স …