7 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / না’গঞ্জের নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা

না’গঞ্জের নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের নবাগত জেলা পুলিশ সুপার মোঃ গোলাম মোস্তফা রাসেল পিপিএম (বার) সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভার আয়োজন করেছেন।
মঙ্গলবার ২৩ আগস্ট দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সন্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। গোলাম মোস্তফা রাসেল পিপিএম (বার) গত ২২ আগস্ট নারায়ণগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপার পদে যোগদান করেন। যোগদানের দ্বিতীয় দিনেই মতবিনিময় সভার আয়োজন করেন।
বক্তব্যে তিনি বলেন, ড্রাইভিং লাইসেন্স বিহীন ও অবৈধ কাগজ সহ মোটরসাইকেল আটকে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধ মুক্ত ও নিরাপদ নারায়নগঞ্জ গড়ে তুলতে মাদক নির্মূল এবং কিশোর অপরাধ দমন সহ যেকোন অপরাধ নির্মূল ও প্রতিরোধে পুলিশ প্রশাসন তৎপর থেকে নারায়নগঞ্জে আইন শৃঙ্খলার নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করবেন বলে জানান তিনি।
মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টাল এর গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...

সাংস্কৃতিক বিরোধ আমরা যদি মেটাতে না পারি তাহলে বাংলাদেশের রাজনৈতিক বিরোধ মিটবে না- উপদেষ্টা ফারুকী

নিউজ ব্যাংক ২৪. নেট : সাংস্কৃতিক ভাবে বাংলাদেশকে আর দুই ভাগ করা যাবে না বলে …