নিউজ ব্যাংক ২৪ ডট নেট : নারায়ণগঞ্জের শহরের প্রবেশমুখ সাইনবোর্ড ও নগরীর প্রাণকেন্দ্র চাষাঢ়ায় ফুটওভার ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন করেছে ২০টি সংগঠন। গত শুক্রবার ১১ই ডিসেম্বর সকালে নারায়ণগঞ্জ অর্গানাইজেশনস ইউনিটি ফোরাম’র ব্যানারে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে আয়োজকরা জানায়, অত্যন্ত ব্যস্ত ও জনবহুল সাইনবোর্ড ও চাষাঢ়ায় ফুটওভার ব্রীজ না থাকায় পথচারীরা ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছে। দীর্ঘদিন ধরে ফুটওভার ব্রীজ নির্মাণের দাবী জানালেও কেউ কর্ণপাতই করছে না। আমাদের দীর্ঘদিনের দাবী সরকার ও সংশ্লিষ্টরা উদ্যোগী হবেন বলে নারায়ণগঞ্জবাসী আশা করছে।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ অর্গানাইজেশনস ইউনিটি ফোরামের প্রধান উপদেষ্টা আরেফিন রওশন হৃদয়, অভিজিৎ সাহা, অপু রায়হান, সংগঠনের সভাপতি মেহরাব হোসেন অপু, সাধারণ সম্পাদক তানভীর হাসান, সিনিয়র সহসভাপতি শাহরিয়ার শুভ, সহ-সভাপতি মোঃ আব্দুর রাকিব, যুগ্ম সম্পাদক হাসিব সরকার, আশরাফুল ইসলাম তৌকির, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মুন্না, আরিয়ান ইসলাম নোমান, অর্থসম্পাদক সামসুর রহমান, প্রচার সম্পাদক মেহেদী হাসান প্রমূখ।
মানববন্ধনে ২০টি সংগঠন ছাড়াও বেশ কিছু সংগঠন একাত্মতা প্রকাশ করে অংশ নেয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক সংগঠন-নারায়ণগঞ্জস্থান’র নেতৃত্বে আরও ১৯টি সংগঠনকে নিয়ে সম্প্রতি নারায়ণগঞ্জ অর্গানাইজেশনস ইউনিটি নামের ওই সংগঠনটি আত্মপ্রকাশ করে।