6 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / না’গঞ্জের আড়াইহাজারে জমি নিয়ে ২ পরিবারের সংঘর্ষ- আহত ১০

না’গঞ্জের আড়াইহাজারে জমি নিয়ে ২ পরিবারের সংঘর্ষ- আহত ১০

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পরিবারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার ২৪ ফেব্রুয়ারি দুপুর ১টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শালমদী এলাকায় বাতেন ও মোসলেম পরিবারের গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে বাতেন, রেজাউল, গিয়াসউদ্দিন, রমজান, আউয়াল, মোসলেম, মোস্তফা, ফারুক ও সোহরাবের নাম জানা গেছে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গিয়াসউদ্দিন, রমজান, এক নারী, মোসলেম, মোস্তফা ও ফারুকের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত মোসলেম বলেন, ‘শালমদী চকের মধ্যে একটি ফসলি জমির ১২ শতাংশ পৈতৃক সূত্রে তারা রেকর্ডভুক্ত মালিক হয়েছেন। ওই জমিটি বাতেন গং জোরপূর্বক দখলে রেখেছে। শুক্রবার জমিতে চারা রোপণ করে বাড়ি ফেরার পরই প্রতিপক্ষের লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা শাবল ও লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে আমাদের নারী ও পুরুষসহ পাঁচ-ছয়জন আহত হয়েছেন।’
এদিকে আহত বাতেন বলেন, ‘জমিটি দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে আমার ভোগদখলে রয়েছে। হঠাৎ করে প্রতিপক্ষ রেজাউলসহ তার লোকজন অবৈধভাবে দখলের চেষ্টা চালায়। এতে বাধা দিলে তাদের লোকজন আমাদের লোকজনকে বেধড়ক মারধর করে। এতে অন্তত ছয়-সাতজন গুরুতর আহত হয়েছে।’

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক জানান, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আহত ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, ‘এ ঘটনায় কোনো পক্ষই অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

আরও পড়ুন...

সাংস্কৃতিক বিরোধ আমরা যদি মেটাতে না পারি তাহলে বাংলাদেশের রাজনৈতিক বিরোধ মিটবে না- উপদেষ্টা ফারুকী

নিউজ ব্যাংক ২৪. নেট : সাংস্কৃতিক ভাবে বাংলাদেশকে আর দুই ভাগ করা যাবে না বলে …