আরো খবর
নিউজ ব্যাংক ২৪. নেট : প্রজেক্ট এক টাকার খাবার এর উদ্যোগে রান্না করা ইফতার বিতরণ করলো নারায়ণগঞ্জ জাগ্রত সংসদ।

গত সোমবার ৪ঠা এপ্রিল ২য় রমজান নারায়ণগঞ্জ সদর এলাকার ১নং বন্দর ঘাট এলাকায় এই ইফতার বিতরন করেন নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের সভাপতি রাগীব হাসান ভুইয়া, সাধারণ সম্পাদক নুর আলম হৃদয়, অর্থ সম্পাদক মিশুক সাহা, সাবেক সাধারণ সম্পাদক তুষার ভুইয়া, সাবেক সচিব শাহাদাত হোসেন রাজু।

এ সময় নারায়ণগঞ্জ জাগ্রত সংসদ এর সভাপতি রাগীব হাসান ভুইয়া বলেন, আমরা ভবিষ্যতে প্রতি রমজানে এই কার্যক্রম অব্যাহত রাখবো।