নিউজ ব্যাংক ২৪ ডট নেট : নারায়ণগঞ্জের পশ্চিম তল্লায় বাইতুস সালাত জামে মসজিদে বিষ্ফোরণের ঘটনায় নারায়ণগঞ্জ জেলা ওলামা পরিষদ’র উদ্যোগে ৪ দফা দাবীতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৯ই সেপ্টেম্বর সকালে নগরীর ডিআইটি জামে মসজিদ প্রাঙ্গনে এ সাংবাদিক সম্মেলন করা হয়।
সাংবাদিক সম্মেলনে ডিআইটি জামে মসজিদের খতিব ও জেলা ওলামা পরিষদ’র সভাপতি মাওলানা আব্দুল আউয়াল লিখিত বক্তব্য পাঠ করে বলেন, তল্লার বাইতুল সালাত জামে মসজিদে নারী-পুরুষ নির্বিশেষে জুতো পায়ে প্রবেশ করছে। এতে মসজিদের পবিত্রতা ক্ষুন্ন হয়। মসজিদের পবিত্রতা রক্ষায় দ্রুত নামাজের পরিবেশ তৈরী করতে হবে। এই শোকাহত পরিবেশে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেছেন এই মসজিদটি অবৈধ। মসজিদ কখনো অবৈধ হয় না। তার এই বক্তব্য প্রত্যাখ্যানের জোড় দাবী জানাই। এই তদন্ত যাতে ভিন্ন খাতে প্রবাহিত হতে না পারে তাই ওলামা পরিষদ’র দাবী একজন বিচারপতির নেতৃত্বে তদন্ত করা হোক। এবং হতাহতের পরিবারকে ৫০ লক্ষ টাকা দেয়ার পাশাপাশী পূনর্বাসন করতে হবে। এরপর হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন নেতৃবৃন্দ।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, ওলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা আব্দুল কাদির, সাধারণ সম্পাদক জাকির হোসেন কাসেমী, আমলাপাড়া মাদ্রাসার মোহতারীন রিফাতুন মাদারসীন আরাবীয়া মাওলানা আবু তাহের জিহাদি, মুফতী মাসুম বিল্লাহ, মাওলানা দ্বীন ইসলাম, মাওলানা খোরশেদ আলম প্রমূখ।