8 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / প্রতিবেদন / নাঃগঞ্জে বিআইডব্ল্উিটি’র উদ্যোগে দুঃস্থদের মাঝে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ

নাঃগঞ্জে বিআইডব্ল্উিটি’র উদ্যোগে দুঃস্থদের মাঝে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ

নিউজ ব্যাংক ২৪ ডট নেট : নারায়ণগঞ্জে  বিআইডব্ল্উিটি’র মহান এক কর্মসূচি বাস্তবায়ন করেছেন। করোনাভাইরাস এর কারনে নারায়ণগঞ্জের কর্মহীন খেটে খাওয়া দিনমজুর, অসহায় দুঃস্থ ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ত্রাণ বিতরণ করেছে বিআইডব্ল্উিটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কতৃপক্ষ।

সোমবার(২৬ এপ্রিল) নারায়ণগঞ্জ নদী বন্দর কার্যালয়ে এ ত্রাণ বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিলো চাল, ডাল, আলু, তেল, আটা ও লবন।


বিআইডব্ল্উিটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন নারায়ণঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআইডব্ল্উিটিএর উপ পরিচালক মোবারক হোসেন, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহজামান, পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান, বিআইডব্ল্উিটিএর সিবিএ কেন্দ্রীয় সেক্রেটারী রফিকুল ইসলাম, সিবিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ।

খাদ্য সামগ্রী ও ত্রাণ বিতরন অনুষ্ঠানে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেন, অসহায় মানুষদের পাশে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার জন্য আহবান জানান। করোনা প্রতিরোধে আমাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মনে রাখবেন সচেতনতার কোন বিকল্প নেই। সবাই এগিয়ে আসলে ইনশাল্লাহ করোনা মোকাবেলা সম্ভব হবে।

আরও পড়ুন...

ব্যাংক লুটের ঘটনায় হামলায় অংশ নেয় শতাধিক অস্ত্রধারী, গায়ে ছিল কেএনএফের পোশাক

নিউজ ব্যাংক ২৪. নেট :  বান্দরবানের রুমা ও থানচিতে পৃথক ব্যাংক লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার …