7 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / প্রতিবেদন / নগরীতে ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর’র উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নগরীতে ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর’র উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নিউজ ব্যাংক ২৪ ডট নেট : নগরীর বিভিন্ন স্পটে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মাদ নূর হোসাইন

 

  ও সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদের নেতৃত্বে প্রতিনিধি দল করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউন পরিস্থিতিতে অসহায়দের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন।

বুধবার ১লা এপ্রিল সকাল ১০টা থেকে নগরীতে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময়ে উপস্থিত ছিলেন নগর সাবেক সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, নগর সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, প্রচার সম্পাদক মুহা. বিলাল হোসাইন খান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহা. ওমর ফারুক, ইশা ছাত্র আন্দোলন নগর সভাপতি এম. শফিকুল ইসলাম সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এক বিবৃতিত্বে সংগঠনের সভাপতি বলেন, হযরত পীর সাহেব চরমোনাই’র নির্দেশে আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা  করেছি বাকী আল্লাহ পাকের ইচ্ছা। সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে, এ অবস্থায় যতটুকু সরকারিভাবে বাজেট হয়েছে তার সবটুকু যেন অসহায়-দরিদ্রদের মাঝে বিতরণ হয় তার যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। তাছাড়াও তিনি বিত্তবানদের এগিয়ে আসার জন্য উদাত্ত আহবান জানান।

উল্লেখ্য, শহরের বিভিন্ন স্পটে বিতরণ শেষে সিদ্ধিরগঞ্জ থানা ও বন্দর থানায়ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আরও পড়ুন...

ব্যাংক লুটের ঘটনায় হামলায় অংশ নেয় শতাধিক অস্ত্রধারী, গায়ে ছিল কেএনএফের পোশাক

নিউজ ব্যাংক ২৪. নেট :  বান্দরবানের রুমা ও থানচিতে পৃথক ব্যাংক লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার …