6 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / দেশের জনগনের কাছে আপনাদের দুর্নীতির বিচার হবে- এ্যাড. সাখাওয়াত

দেশের জনগনের কাছে আপনাদের দুর্নীতির বিচার হবে- এ্যাড. সাখাওয়াত

নিউজ ব্যাংক ২৪. নেট : জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, অসহনীয় লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উধ্বগতি এবং পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে গোগনগর ইউনিয়ন বিএনপি।

বুধবার ২৪ আগষ্ট বিকেল ৩ টায় গোগনগর এলাকায় এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিয়াজীর সঞ্চালনায় এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলো, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ্যাড. সাখাওয়াত হোসেন খান, প্রধানবক্তা হিসেবে উপস্থিত ছিলো মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলো মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন।

এ সময় আরও বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সহ-সভাপতি এ্যাড. সরকার হুমায়ুন কবির, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মুজিবুর রহমান, সহ-প্রচার সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু, মহানগর বিএনপি নেতা মাজহারুল ইসলাম জোসেফ, মাহমুদুর রহমান, মহানগর যুবদলের আহবায়ক মমতাজ উদ্দিন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, সিনিয়র যুগ্ম-আহবায়ক সাগর প্রধান, যুগ্ম-আহবায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি, সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা আরমান, জুয়েল প্রধান, মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেন, সিনিয়র যুগ্ম-আহবায়ক মনির মল্লিক, মহানগর ওলামাদলের সভাপতি হাফেজ মামুন, গোগনগর বিএনপি নেতা আকতার হোসেন, কবির হোসেন সিকদার, মোক্তার হোসেন, মহানগর ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহীম বাবু, সদর থানা ছাত্র দলের আহবায়ক সাদ্দাম হোসেন, মহানগর যুবদল নেতা রহমত উল্লাহ ফকির, রাশেল, আহম্মেদ, মনটু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. সাখাওয়াত হোসেন খান বলেন, অবৈধ সরকারের মন্ত্রী ও এমপিদের বেহেস্ত সর্ম্পকে কোন ধারণা নেই। আওয়ামীলীগ যখনই ক্ষমতায় আছে দেশে দুর্ভিক্ষ দেখা দেয়। তাহলে আমরা কিমনে করবো বেহেস্ত মানে কি দুর্ভিক্ষ।

তিনি আরও বলেন, ১৯৭৫ সালে তারা দেশে বাকশাল কায়েম করে ছিলো, আমরা দেশে আবারো সেই বাকশাল দেখতে পাচ্ছি। তাদের এই অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ কারায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা, হামলা, গুম, খুন করে রাজপথ থেকে দাবিয়ে রাখতে চাইছে। মনে রাখবেন আপনাদের কোন অপকৌশল আর কাজে লাগবে না। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আগামী ২/৩ মাসের মধ্যে আপনাদেরও দেশ ছাড়তে হবে। তবে মনে রাখবেন শ্রীলঙ্কার সরকারের মত আপনাদের পালাতে দিবো না। এই দেশের জনগনের কাছে আপনাদের দুর্নীতির বিচার হবে। কোথাও পালাতে পারবেন না।

এ সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি হাজী নুরুউদ্দিন আহম্মেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, যোগাযোগ বিষয়ক সম্পাদক বরকত উল্লাহ, মহানগর যুবদলের সাবেক সহ-সম্পাদক শহীদুল ইসলাম, সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক নবু হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা জাকির হোসেন, অপু, জামাল প্রধান, তরিকুল ইসলাম, রেজাউল করিম, আজিজুল হাকিম, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন, মহানগর শ্রমিক দল নেতা আলী হোসেন, কামাল মোল্লা, সিদ্দিক, মাছুম, নজরুল ইসলাম সেলিম,জাকির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তব্য শেষে উপস্থিত নেতৃবৃন্দরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে গোগনগর ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।

আরও পড়ুন...

ত্বকী, শাওন ও স্বজন’র মত নারায়ণগঞ্জের সকল হত্যার বিচার করতে হবে- আবদুল মোনায়েম মুন্না

নিউজ ব্যাংক ২৪. নেট : “নারায়ণগঞ্জে গত সাড়ে পনেরো বছরে যত হত্যাকাণ্ড এবং অন্যায় হয়েছে, প্রত্যেকটি …