7 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / শীর্ষ সংবাদ / দেশি আগ্নেয়াস্ত্রসহ র‍্যাব-১১ কর্তৃক ১ জন টেঁটা সন্ত্রাসী ও বোমারু গ্রেফতার, অস্ত্র-গুলি উদ্ধার

দেশি আগ্নেয়াস্ত্রসহ র‍্যাব-১১ কর্তৃক ১ জন টেঁটা সন্ত্রাসী ও বোমারু গ্রেফতার, অস্ত্র-গুলি উদ্ধার

নিউজ ব্যাংক ২৪. নেট : র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নরসিংদী জেলায় সংঘটিত হত্যা, মাদক, চুরি, ডাকাতি, অপহরণ, অস্ত্রধারী সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামীসহ সংঘটিত বিভিন্ন অপরাধ রুখে দিতে র‌্যাব-১১ অভিযান আরও জোরদার করেছে।


র‌্যাব-১১, সিপিএসসি, নরসিংদী এর ক্যাম্প কমান্ডার অতিঃ পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন স্বাক্ষরিত ও প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিউজ ব্যাংক ২৪ কে জানান, শনিবার ২০ আগস্ট ২০২২ তারিখে ভোর ৫টা ১৫ মিনিটে র‌্যাব-১১, সিপিএসসি নরসিংদী এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার সদর থানাধীন চিনিশপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড ঘোরাদিয়া (গাবতলী গ্রিন রোড) এলাকা হতে ১জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী হলো নরসিংদী জেলার রায়পুরা থানাধীন বালুয়াকান্দি (বাঁশগাড়ী) গ্রামের মৃত সংশর ওরফে শমসের আলী এর ছেলে মোঃ হাবিবুর রহমান ওরফে হবি(৪০)। এসময় তার কাছ থেকে ১(এক)টি দেশীয় তৈরী পাইপগান (এলজি), ৪(চার) রাউন্ড শটগানের কার্তুজ, ১টি মোবাইল, ২টি সীমকার্ড উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, ধৃত আসামীর বিরুদ্ধে নরসিংদীর রায়পুরা থানায় ৩ টি হত্যা ও ৪ টি বিস্ফোরকসহ টেঁটা যুদ্ধের মোট ৭ টি মামলা রয়েছে।


প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, ধৃত আসামী মোঃ হাবিবুর রহমান ওরফে হবি(৪০) একজন কুখ্যাত টেঁটা যোদ্ধা। সে নরসিংদীর রায়পুরা থানার বাঁশগাড়ী চরাঞ্চলে টেঁটা লড়াইয়ে নেতৃত্ব দেন। সে অন্যদের কাছে টেঁটা, আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক সরবরাহ করে জনমনে ভীতি সঞ্চার করে। এরই পরিপ্রেক্ষিতে গোয়েন্দা নজরদারীর
মাধ্যমে আসামীর অবস্থান নিশ্চিত হয়ে নরসিংদীর সদর থানার চিনিশপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড ঘোরাদিয়া (গাবতলী গ্রিন রোড) তার ভাড়া বাড়ি থেকে অস্ত্র ও গুলিসহ হাতে নাতে গ্রেফতার করে র‌্যাব-১১।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নরসিংদী সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

আরও পড়ুন...

না’গঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ শাড়ি ও কাপড় জব্দ  

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৬ কোটি …