20 Chaitro 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / ত্বকী, শাওন ও স্বজন’র মত নারায়ণগঞ্জের সকল হত্যার বিচার করতে হবে- আবদুল মোনায়েম মুন্না

ত্বকী, শাওন ও স্বজন’র মত নারায়ণগঞ্জের সকল হত্যার বিচার করতে হবে- আবদুল মোনায়েম মুন্না

নিউজ ব্যাংক ২৪. নেট : “নারায়ণগঞ্জে গত সাড়ে পনেরো বছরে যত হত্যাকাণ্ড এবং অন্যায় হয়েছে, প্রত্যেকটি অন্যায় ও অত্যাচারের বিচার করতে হবে।” মন্তব্য করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জে একটি দুঃখজনক হত্যাকাণ্ড হয়েছিলো ত্বকী মার্ডার। আজ পর্যন্ত এটার মূল আসামিদের ধরা হয়নি এবং ওসমান পরিবারের কেউ কেউ হত্যাকারীদের সাথে জড়িত আছেন। তাদের আইনের আওতায় আনার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।”

তিনি বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত যুবদল কর্মী স্বজন হত্যাকাণ্ডের ও বিচার চাই। যুবদলের শাওন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত দাবি করছি এবং চার্জশিট প্রদান করে আইনের আওতায় আনার দাবি করছি।”

শুক্রবার ২১ মার্চ বিকাল ৩টায় নারায়ণগঞ্জ শহরের নগর খানপুর এলাকায় বিবি মরিয়ম স্কুলের পেছনে মহানগর যুবদলের আয়োজনে ঈদ উল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় ১ হাজার অসহায় ও সামর্থ্যহীন পরিবারে ঈদ উপহার পৌঁছে দেয়া হয়।

তিনি বলেন, “বাংলাদেশের মানুষ অনেক নিরাপত্তাহীনতায় আছেন। সরকার চেষ্টা করছে, তবে অসহযোগিতার কারণে তারা পারছে না। এজন্য দরকার নির্বাচন। কারণ নির্বাচিত সরকারের জনগণের প্রতি জবাবদিহিতা থাকবে।” তিনি আরও বলেন, “বিএনপি ২০২৩ সালের ১৩ জুলাই রাষ্ট্র মেরামতের জন্য যে দফাগুলো দিয়েছে সেখানে দেখবেন মানুষের নিরাপত্তা, অর্থনীতি সবকিছু এই ৩১ দফায় রয়েছে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, নির্বাচন ও সংস্কারকে সাংঘর্ষিক জায়গায় নেয়ার কোন দরকার নেই। সংস্কারও থাকবে, নির্বাচনও করতে হবে।”

তিনি বলেন, “বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আমরা এখনও সম্পূর্ণ গণতন্ত্রের স্বাদ পাইনি। কুচক্রী মহলের অপচেষ্টা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মধ্যে রেখেছে।”

তিনি আরও বলেন, “জুলাই অভ্যুত্থান প্রেক্ষাপট আরও আগে থেকে শুরু হয়েছিল। এ আন্দোলনের শুরুতে নেতৃত্ব দিয়েছেন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। তার আপোষহীন মনোভাব হাসিনার মসনদ কাঁপিয়ে দিয়েছিল। আজ তারেক রহমান বাংলাদেশের ১৮ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।”

মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে সদস্য সচিব শাহেদ আহমেদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব, সদস্য সচিব মশিউর রহমান রনিসহ প্রমুখ।

আরও পড়ুন...

২৫০০ পরিবারের মাঝে নরায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

নিউজ ব্যাংক ২৪. নেট : প্রতিবন্ধী, অসহায় এবং সামর্থ্যহীন ২ হাজার ৫০০ পরিবারের মাঝে নরায়ণগঞ্জ জেলা …