নিউজ ব্যাংক ২৪. নেট : তাজরিন গার্মেন্টসে অগ্নিকান্ডের ১০ বছর উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৮ টায় আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন গার্মেন্টস এর সামনে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন এর পক্ষ থেকে শোক সমাবেশ এবং নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদনে পুষ্পমাল্য অর্পন করা হয়।
শোক সমাবেশে সভাপতিত্ব করেন জোটের সমন্বয়কারী শহিদুল ইসলাম সবুজ। বক্তব্য রাখেন- জোটের কেন্দ্রীয় নেতা এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, তাসলিমা আক্তার, সাইফুল ইসলাম, মোহাম্মদ বাবুল, খোরশেদ আলম, হারুন সরকার ও জালাল আহমেদ।
এসময় বক্তারা বলেন, বিগত ১০ বছরে তাজরিন গার্মেন্টসে অগ্নিকান্ডের জন্য দায়ী- দোষীদের বিচার এবং শাস্তি না হওয়ায় এটাই প্রমাণ করে প্রচলিত আইনে এই ধরণের মর্মান্তিক অপরাধের বিচার করা সম্ভব নয়। আশুলিয়ার তাজরিন গার্মেন্টসে ২০১২ সালে ২৪ নভেম্বর রাতে কলাপসিবল গেইটে তালা লাগানো অবস্থায় ভয়াবহ অগ্নিকান্ডে আগুনে পুড়ে এবং প্রাণ বাঁচাতে লাফিয়ে পড়ে ১১৪ জনের মৃত্যু ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো ৭ জন মোট ১২১ জনের প্রাণহানী ঘটে। বক্তারা বলেন, অবিলম্বে তাজরিন গার্মেন্টসের মালিক দেলোয়ারসহ সকল অপরাধীদের ১ বছরের মধ্যে বিচার সম্পন্ন না করলে শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে শ্রমিক গণআদালত গঠন করে বিচার করা হবে।
নেতৃবৃন্দ আহত পঙ্গু শ্রমিকদের সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবী জানান। একই সঙ্গে গার্মেন্টস শ্রমিকদের জন্য ন্যুনতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণার দাবী জানান।