নিউজ ব্যাংক ২৪. নেট : বাম গণতান্ত্রিক জোট নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যেগে ২নং রেলগেটস্থ বাসদ কার্যালয়ে কর্মীসভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ৪ এপ্রিল’২৩ বিকাল ৪ টায় সিপিবি জেলার সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে ও বাসদ জেলার আহ্বায়ক নিখিল দাসের সঞ্চালনায় কর্মীসভায় বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটে কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পাটি কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক মন্ডলীর সদস্য আবদুল সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পাটির সদস্য শহিদুল ইসলাম সবুজ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক শিবনার্থ চক্রবর্তী, বাসদের জেলা কমিটি সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব।
নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। বিরোধী মত দমনের জন্য কুখ্যাত ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করছে। প্রথম আলোর সম্পাদক ও প্রতিবেদকের বিরুদ্ধে মামলা ও গ্রেফতার তার জ¦লন্ত প্রমাণ। চাপের মুখে শামসুজ্জামানকে মুক্তি দিলেও সরকার ডিজিটাল নিরাপত্তা আইনের পক্ষে সাফাই গাইছেন। র্যাবের হেফাজতে সরকারি কর্মকর্তা জেসমিন সুলতানার মৃত্যু-বিচার বহির্ভুত হত্যাকান্ডের আরেক জীবন্ত উদাহরণ।
নেতৃবৃন্দ আরও বলেন, চাল, ডালসহ জিনিস পত্রের উর্ধ্বমুখীতে মানুষের জীবন দূর্বিসহ। সরকার বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রনে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। মানুষের দুঃখ-কষ্টের কথাও বলা যাচ্ছে না । নিশি ভোটের সরকারের জনগনের প্রতি কোন দায় নেই।
নেতৃবৃন্দ আরও বলেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নিবার্চন সম্ভব নয়। বাম গনতান্ত্রিক জোট নির্দলীয় তদারকি সরকার ছাড়া নির্বাচনে অংশ গ্রহণ করবে না। বর্তমান সরকার আবারো ক্ষমতায় থাকার জন্য ছলছাতুরির আশ্রয় নিচ্ছে। এই গণবিরোধী ফ্যাসীবাদী সরকারের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তোলার জন্য সর্বস্তরের প্রতি উদাত্ত আহ্বান জানান।