9 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / প্রতিবেদন / ডিএনডি লেক পরিদর্শনে জাইকার প্রতিনিধি দল

ডিএনডি লেক পরিদর্শনে জাইকার প্রতিনিধি দল

নিউজ ব্যাংক ২৪. নেট : জাইকা চিফ রিপ্রেজেনটেটিভ বাংলাদেশ অফিসের জনাব ইসিগুচি তোমাহিডি সহ ২জন সফর সঙ্গী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন পরির্দশন করেন।

রবিবার ৩ সেপ্টেম্বর সকালে তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জালকুড়ি ডাম্পিং সাইট ও সিদ্ধিরগঞ্জ লেক পরিদর্শন করেন তিনি। পরে শেখ রাসেল পার্ক, আলী আহম্মদ চুনকা ষ্টেডিয়াম ও মুসুবু (জাপান লেঙ্গুয়েজ ও কালচার সেন্টার) পরিদর্শন করেন।

তিনি এনসিসি’র বিভিন্ন প্রকল্প পরিদর্শন এবং জাইকা অর্থে উন্নয়ন কাজের জন্য এনসিসি কে ধন্যবাদ জানান। প্রকল্প পরিদর্শন শেষে নগর ভবনে আসেন এবং নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সাথে সৌজন্য সাক্ষাত করেন। স্বাক্ষাতকালে তিনি জাইকা প্রজেক্টের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কথা বলেন। মাননীয় মেয়র মি. ইসিগুচি তোমোহিডিকে এনসিসি পরিদর্শন করায় আন্তরিক ধন্যবাদ জানান এবং পুনরায় ভিজিট করার জন্য আমন্ত্রন জানান।

তাঁর সফরকালে কুরকামী মিনামি জাইকা রিপ্রেজেনটেটিভ গভারনেন্স এবং আইটি সেক্টর ও মিসেস সানজিদা জাইকা, বাংলাদেশ অফিস উপস্থিত ছিলেন।
তাছাড়া জাইকা প্রকল্পের (এলজিইডি) প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী গোলাম মোস্তফা ও এনসিসি তত্ত্বাবাবধায়ক প্রকৌশলী জনাব আব্দুল আজিজ সহ এনসিসি’র প্রকৌশলীবৃন্দ পরিদর্শন টিমের সাথে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...

ব্যাংক লুটের ঘটনায় হামলায় অংশ নেয় শতাধিক অস্ত্রধারী, গায়ে ছিল কেএনএফের পোশাক

নিউজ ব্যাংক ২৪. নেট :  বান্দরবানের রুমা ও থানচিতে পৃথক ব্যাংক লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার …