6 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / প্রতিবেদন / টীম ওরা ১১ জন এর পক্ষ থেকে ডিসিকে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানালেন রিপন ভাওয়াল

টীম ওরা ১১ জন এর পক্ষ থেকে ডিসিকে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানালেন রিপন ভাওয়াল

নিউজ ব্যাংক ২৪ ডট নেট  : বিশ্ব মহামারী করোনা পরিস্থিতিতে নারায়ণগঞ্জ বাসীকে ভালো সার্বিস দেওয়ায় টীম ওরা ১১ জন এর পক্ষ থেকে জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনতে  ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন রিপন ভাওয়াল।
বুধবার ৪ঠা নভেম্বর দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শুভেচ্ছা জানান।
এসময় টীম ওরা ১১ জন এর লিডার রিপন ভাওয়াল এর নেতৃত্বে উপস্থিত ছিলেন, অনল পোদ্দার পুলক, দীপক সাহা, সুজন ভূঁইয়া, বিষু সাহা, লক্ষ্মণ সাহা, স্বপন দাস, বিপ্লব কুন্ড, বিষু অধিকারী, কৃষ্ণ আচায্য, তপু সাহা, দীপু পোদ্দার, উৎপল বনিক, বিকাশ সাহা প্রমূখ।

আরও পড়ুন...

ব্যাংক লুটের ঘটনায় হামলায় অংশ নেয় শতাধিক অস্ত্রধারী, গায়ে ছিল কেএনএফের পোশাক

নিউজ ব্যাংক ২৪. নেট :  বান্দরবানের রুমা ও থানচিতে পৃথক ব্যাংক লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার …