29 Chaitro 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / টাকা আমি দেবো মশার ঔষধ দেন-শামীম ওসমান

টাকা আমি দেবো মশার ঔষধ দেন-শামীম ওসমান

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, নাসিক ৫ নং ওয়ার্ডে মশার ঔষধ দেন, এটা ডেঙ্গুর রেড জোন এলাকা হয়ে গেছে। টাকা বা মেশিন যদি লাগে আমার থেকে নেন, আমি দেবো। মেশিন দরকার হলে কাউন্সিলর মতিউর রহমান মতি, কাউন্সিলর আনোয়ার চাচা, কাউন্সিলর বাদলের থেকে নেন। সব মেশিন নিয়ে এসে এখানে লাগান। ছাত্রলীগ এখানে কাল থেকেই ঔষধ ছিটানোর কাজ করবে।

রবিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মৃত্যু হওয়া সদ্য প্রয়াত নাসিক ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলহাজ্ব সৈয়দ মো: আনিসুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে উপস্থিত হয়ে নাসিকের সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগমকে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, বাংলাদেশের কোনো জায়গায় এতো ডেঙ্গুতে আক্রান্ত হয় নাই, এখানকার মতো। তাই কোনো প্রকার গাফিলতি করবেন না।বাংলাদেশের একমাত্র ডেঙ্গুর রেডজোন এই ৫নং ওয়ার্ড।

এ সময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো: এহসানুল হাসান নিপু, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সভাপতি ও নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, ১নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আনোয়ার ইসলাম, নাসিক ৪নং ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরুদ্দীন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আমিনুল হক ভূইয়া রাজু ও সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী প্রমুখ।

আরও পড়ুন...

ত্বকী, শাওন ও স্বজন’র মত নারায়ণগঞ্জের সকল হত্যার বিচার করতে হবে- আবদুল মোনায়েম মুন্না

নিউজ ব্যাংক ২৪. নেট : “নারায়ণগঞ্জে গত সাড়ে পনেরো বছরে যত হত্যাকাণ্ড এবং অন্যায় হয়েছে, প্রত্যেকটি …