6 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / জ্বালানী তেলসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে ২৫ আগস্ট বামজোটের হরতাল সফল করার আহ্বানে না’গঞ্জে বাসদের সমাবেশ ও মিছিল

জ্বালানী তেলসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে ২৫ আগস্ট বামজোটের হরতাল সফল করার আহ্বানে না’গঞ্জে বাসদের সমাবেশ ও মিছিল

নিউজ ব্যাংক ২৪. নেট : জ্বালানি তেল, ইউরিয়া সার, নিত্যপণ্যের দাম ও পরিবহন ভাড়া কমানোর দাবিতে ২৫ আগস্ট ২০২২ বাম গণতান্ত্রিক জোটের দেশব্যাপী অর্ধদিবস হরতালের সমর্থনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে শনিবার ২০ আগষ্ট বিকাল ৫টায় ২ নং রেলগেইটে সমাবেশ ও শহরে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নিখিল দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদের জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদ সোনারগাঁ উপজেলার সমন্বয়ক বেলায়েত হোসেন, সদস্যসচিব এস এম কাদির।

নেতৃবৃন্দ বলেন, সরকারের একের পর এক গণবিরোধী সিদ্ধান্তে মানুষ দিশেহারা। বেআইনিভাবে জ্বালানি তেলের দাম সরকার বাড়িয়েছে। ফলে নিত্যপণ্যের দাম আরেক দফা বেড়েছে এবং গণপরিবহনের ভাড়াও বেড়েছে। সাধারণ মানুষ তাদের খাবার কমিয়ে দিয়েছে। অথচ মন্ত্রীরা বলছেন বেহেস্তে আছি, কেউ বলছেন জনগণ সুখে আছে, কারণ তারা কাপড়বিহীন নেই। এভাবে সরকার ও তার মন্ত্রীরা জনগণের সাথে তামাশা করছে। বিশ্ব বাজারে তেলের দাম বাড়ার কথা বলে দাম বাড়ালেও বাস্তবে উল্টোটা হচ্ছে, অর্থাৎ বিশ্ব বাজারে দাম কমছে। তেলের দাম কম থাকলে পাশের দেশে পাচার হয়ে যাবে, এটিও সঠিক নয়। তাহলে প্রশ্ন আসে আমাদের বিজিবি কী করে? সরকার বলছে ৮ হাজার কোটি টাকা ঘাটতি পূরণ করতে তারা তেলের দাম বাড়িয়েছে। কিন্তু গত ৭ বছরে যখন বিশ্ব বাজারে দাম কম ছিল তখন বিপিসি ৪৮ হাজার কোটি টাকা লাভ করেছিল। সরকার ইউরিয়া সারের দাম কেজি প্রতি ৬ টাকা বাড়িয়েছে। এতে সার, ডিজেলের দাম বৃদ্ধির ফলে কৃষিতে বিঘা প্রতি ১২ শত টাকা খরচ বাড়বে কৃষকের । বাড়তি টাকার জোগান না দিতে পারায় উৎপাদন কমে যাবে।

নেতৃবৃন্দ আরও বলেন, সারের দাম, তেলের দাম, পানির দাম বাড়ার সাথে সাথে এখন আবার গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ার তৎপরতা শুরু করেছে। বর্তমান সরকার ভোট ডাকাতির সরকার ফলে জনগণের প্রতি তাদের কোন দায় নেই। দুর্নীতি-লুটপাট-দলীয়করণ চলছে সর্বত্র। উন্নয়নের ঢাক-ঢোল পিটিয়ে জনগণের উপর দূর্ভোগ চাপিয়ে দিচ্ছে প্রতিনিয়ত। বাম গণতান্ত্রিক জোট বর্তমান সরকারের দুর্নীতি- দুঃশাসনের বিরুদ্ধে ও জ্বালানি তেলের, ইউরিয়া সার ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে আগামী ২৫
আগস্ট ২০২২ অর্ধবেলা ভোর ৬টা থেকে ১২ টা হরতাল ডেকেছে। জনস্বার্থে এই হরতালকে সফল করার জন্য
সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান নেতৃবৃন্দ।

আরও পড়ুন...

ত্বকী, শাওন ও স্বজন’র মত নারায়ণগঞ্জের সকল হত্যার বিচার করতে হবে- আবদুল মোনায়েম মুন্না

নিউজ ব্যাংক ২৪. নেট : “নারায়ণগঞ্জে গত সাড়ে পনেরো বছরে যত হত্যাকাণ্ড এবং অন্যায় হয়েছে, প্রত্যেকটি …