6 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি নজরুল ইসলামের স্মরণে হোসিয়ারী শ্রমিক দলের আলোচনা ও দোয়া

জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি নজরুল ইসলামের স্মরণে হোসিয়ারী শ্রমিক দলের আলোচনা ও দোয়া

 

 

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাবেক সফল সভাপতি প্রয়াত মোঃ নজরুল ইসলাম এর ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী হোসিয়ারী শ্রমিক দল নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৪ ফেব্রুয়ারী বিকেলে নগরীর নারায়ণগঞ্জ  ক্লাব মার্কেটের ৩য় তলায় বাংলাদেশ জাতীয়তাবাদী হোসিয়ারী শ্রমিক দল জেলার সভাপতি আ: মতিন চৌধুরী’র সভাপতিত্বে এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান।

প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত হোসেন খান বলেন, নজরুল ইসলাম অনেক সহজ ও সরল মনের মানুষ ছিলেন। দলের জন্য ছিলেন নিবেদিত প্রাণ। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। দল যখন ক্ষমতায় ছিলো নজরুল ইসলাম চাইলে অনেক টাকার মালিক হতে পাড়তো কিন্তু তিনি তা করেননি। তিনি সৎ এবং নিষ্ঠার সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করে গেছেন। আজ আমরা বিএনপির সকল নেতৃবৃন্দ এই স্বৈরাচার সরকারের দ্বারা নির্যাতিত এবং নিপীড়িত। আমাদের সকলকে এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে এবং দেশে একটি সুষ্ঠ ও সুন্দর নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে।

এ সময় মিলাদ মাহফিলে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি মোঃ মনির হোসেন খান, জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ মন্টু মিয়া, মহানগর শ্রমিক দলের যুগ্ন আহবায়ক মোঃ লুৎফর রহমান মন্টু, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ সিরাজ উদ্দিন মাদবর, মোঃ মান্নান মুন্সি, প্রচার সম্পাদক মোঃ আল আমিন হাওলাদার, সদস্য এ আর জামাল, প্রয়াত নজরুল ইসলামের সন্তান মোঃ ওমর ফারুক, বন্দর থানা শ্রমিক দলের সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন কবির, হোসিয়ারী শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আবে জমজম, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন বেপারী, পরিবহন শ্রমিক দলের নেতা মোঃ শহীদ হোসেন, মোঃ শাহাবুদ্দিন মিয়া, মোঃ নেওয়াজ আলী, মোঃ সৈয়দ আলী, বক্তাবলি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ জসিম উদ্দিন, এনায়েতনগর ইউনিয়ন শ্রমিকদলের সাধারন সম্পাদক মোঃ সেলিম মাহামুদ, শ্রমিক নেতা মোঃ ইসমাঈল হোসেন, মোঃ বাবুল মিয়া, মোঃ নূরে আলম, মোঃ রায়হান ও মোঃ খোকন প্রমুখ নেতৃবৃন্দ।

আরও পড়ুন...

ত্বকী, শাওন ও স্বজন’র মত নারায়ণগঞ্জের সকল হত্যার বিচার করতে হবে- আবদুল মোনায়েম মুন্না

নিউজ ব্যাংক ২৪. নেট : “নারায়ণগঞ্জে গত সাড়ে পনেরো বছরে যত হত্যাকাণ্ড এবং অন্যায় হয়েছে, প্রত্যেকটি …