6 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / প্রতিবেদন / জামাল নামের মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিখোঁজ

জামাল নামের মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিখোঁজ

নিউজ ব্যাংক ২৪. নেট : মোঃ জামাল হোসেন (৫৬)  নামে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গত সোমবার ৩১শে অক্টোবর দুপুর ১২টা সময় দেওভোগ পানি ট্যাংকি এলাকা থেকে নিখোঁজ রয়েছে।

তার বাড়ি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৪নং ওয়ার্ড দেওভোগ পানির ট্যাংকি জামে মসজিদের পাশে। তার পরনে ছিলো সাদা গেঞ্জি ও ব্লু কালার চেক লুঙ্গি।

তিনি একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। যদি কোন হৃদয়বান ব্যাক্তি  তার সন্ধান পেয়ে থাকেন তাহলে উপরের ঠিকানায় বা তার ছেলের ফোন (01940-755747 /01920943277) নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।

আরও পড়ুন...

ব্যাংক লুটের ঘটনায় হামলায় অংশ নেয় শতাধিক অস্ত্রধারী, গায়ে ছিল কেএনএফের পোশাক

নিউজ ব্যাংক ২৪. নেট :  বান্দরবানের রুমা ও থানচিতে পৃথক ব্যাংক লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার …