8 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / শীর্ষ সংবাদ / চাঞ্চল্যকর ও লোমহর্ষক ক্লু-লেস রিক্সা চালক “আব্দুল্লাহ আল মনছুর” হত্যার হত্যাকারী র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার

চাঞ্চল্যকর ও লোমহর্ষক ক্লু-লেস রিক্সা চালক “আব্দুল্লাহ আল মনছুর” হত্যার হত্যাকারী র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার

নিউজ ব্যাংক ২৪. নেট : র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ধসঢ়;ঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়াও যেকোন চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ধসঢ়; ঘাটনের জন্য র‌্যাব ছায়া তদন্ত করে আসছে।

র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর কোম্পানী কমান্ডার উপ-পরিচালক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম স্বাক্ষরিত ও প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিউজ ব্যাংক ২৪ কে জানান, গত ৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে বিকাল আনুমানিক ১ টার সময় ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি পশ্চিম পাড়া এলাকা হতে আব্দুল্লাহ আল মনছুর (২১) নামের এক অটোরিক্সা চালক নিখোঁজ হয়। নিখোঁজের তিন দিন পরও তাকে পাওয়া না গেলে ভিকটিমের মা ছেমনা খাতুন সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন, যার নম্বর- ৫০৬ তারিখ ০৯/০২/২০২৩। নিখোঁজের সাধারণ ডায়েরীর সূত্র ধরে র‌্যাব-১১, সিপিসি-১, ছায়া তদন্ত শুরু করলে ছায়া তদন্ত চলাকালীন সময়ে গত ১৩/০২/২০২৩ তারিখ দুপুর আনুমানিক ১টা ঘটিকায় সোনারগাঁ থানাধীন বেইলর এলাকার নতুন রাস্তার পাশে একটি ডোবায় অর্ধগলিত ও ভাসমান অবস্থায় ভিকটিমের মৃত দেহ পাওয়া যায়, যা দেখে ভিকটিমের আত্মীয়-স্বজন নিখোঁজ আব্দুল্লাহ আল মনসুর এর মৃত দেহ বলে সনাক্ত করে এবং নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-২২/৭৫, তারিখ ১৩/০২/২০২৩।

পূর্বেই অত্র মামলায় র‌্যাব-১১ এর একটি চৌকস আভিযানিক দল গত ১৪/০২/২০২৩ তারিখ রাত আনুমানিক ১১টা ৫০ মিনিট ঘটিকায় এই নৃশংস ক্লু-লেস হত্যাকান্ডের সাথে জড়িত মূল পরিকল্পনাকারী ও হত্যাকারী মঞ্জুর হোসেন ওরফে মঞ্জু (৪০) এবং ছিনতাইকৃত অটোরিক্সা ব্যবসায়ী আসামী রমজান আলী (২২) দ্বয়কে গ্রেফতার করে।

আসামীদ্বয়ের স্বীকারোক্তি ও অধিকতর গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে রবিবার ১৯/০২/২০২৩ তারিখ ৩ টা ৪৫ মিনিট ঘটিকার সময় হত্যাকান্ডে সরাসরি অংশগ্রহণকারী আসামী মোঃ ইসমাইল হোসেন (৩৫), পিতা-মৃত সিদ্দিকুর রহমান, সাং-কাদিরদিয়া, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ, এ/পি-সাং- মিজমিজি, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ’কে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন কদমরসূলবাগ এলাক হতে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী উক্ত হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন...

না’গঞ্জে স্ত্রী ও কন্যাকে হত্যার আসামী র‌্যাবের জালে পটুয়াখালীতে গ্রেফতার

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রী এবং পাঁচ বছরের কন্যা সন্তানকে হত্যার চাঞ্চল্যকর …