7 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / গাবখান চ্যানেলে জাহাজের ধাক্কা- সাড়ে নয় হাজার বস্তা সিমেন্ট ও ভোজ্যতেলসহ কার্গো ডুবি

গাবখান চ্যানেলে জাহাজের ধাক্কা- সাড়ে নয় হাজার বস্তা সিমেন্ট ও ভোজ্যতেলসহ কার্গো ডুবি

নিউজ ব্যাংক ২৪. নেট : ঝালকাঠি গাবখান চ্যানেলে জাহাজের ধাক্কায় সাড়ে ৯ হাজার বস্তা সিমেন্ট ও ভোজ্য তেলসহ মালবাহী একটি কার্গো ডুবে গেছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাতে চ্যানেলের সারেঙ্গল এলাকায় নূর মদিনা নামের ওই কার্গোটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার সময় কার্গোটিতে থাকা চারজন শ্রমিকই সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছে। তবে বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকাল পর্যন্ত কার্গোটি উদ্ধার করা সম্ভব হয়নি।

কার্গো থাকা শ্রমিক ও এলাকাবাসী জানায়, নারায়ণগঞ্জ থেকে সাড়ে ৯ হাজার বস্তা সিমেন্ট ও বিভিন্ন ভোজ্য তেল নিয়ে বাগেরহাটের মোল্লারহাট এলাকায় যাচ্ছিল নূর মদিনা নামের কার্গোটি। এ সময় বিপরিত দিক থেকে আসা মারিয়া রহমান-৩ নামের আরেকটি জাহাজের সঙ্গে পাশাপাশি ধাক্কা লাগে কার্গোটির। এতে কার্গোর তলা ফেটে মালামালসহ গাবখান চ্যানেলে ডুবে যায়। এ সময় কার্গোতে থাকা চালকসহ চারজন শ্রমিক সাঁতরে তীরে উঠেতে সক্ষম হন।

কার্গোতে থাকা শ্রমিকরা অভিযোগ করেছে, সঠিক পাশ ধরে কার্গোটি বাগেরহাটের মোল্লারহাটে যাওয়ার জন্য গাবখান চ্যানেল অতিক্রম করছিল। কিন্তু বিপরিত দিকের জাহাজটি কোনো পাশ না দিয়েই কার্গোকে পাশ থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনাটি ঘটে।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের উপকর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘দুর্ঘটনার স্থানে চ্যানেলটিতে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে। নিরাপদে উদ্ধার করা হয়েছে কার্গোটির ৪ শ্রমিককেই। এখনো কার্গোটি উদ্ধার করা সম্ভব হয়নি।’

আরও পড়ুন...

প্রয়াত সাংবাদিক সুলতানের রুহের মাগফেরাত কামনায় যুগের চিন্তার উদ্যোগে মিলাদ ও দোয়া

নিউজ ব্যাংক ২৪. নেট : দৈনিক যুগের চিন্তা পত্রিকার স্টাফ রিপোর্টার ও নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স …