নিউজ ব্যাংক ২৪. নেট : ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের মধ্য গাজার দেইর-আল-বালাহ শহরে ২৪ ঘণ্টায় অন্তত ১২ জন নিহত হয়েছেন, আহত অনেক। এদের মধ্যে বেশিরভাগ নারী ও শিশু। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার (১৬ মার্চ) জানায়, একদিনে সেখানে অন্তত ৯২ জনের মৃত্যু হলো।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।
দেইর-আল-বালাহ শহরের কেন্দ্রস্থলে বিশারা এলাকার একটি আবাসিক এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে থাবেত পরিবারের অন্তত ১২ জন নিহত হয়। তাদের বেশিরভাগই নারী ও শিশু।
এদিকে, দাতব্য সংস্থার ১৩ টি ত্রাণবাহী ট্রাক নিরাপদে গাজা ও জাবালিয়ায় পৌঁছেছে। গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল থেকে উত্তরে যাওয়া প্রথম গাড়িবহর এগুলো।
অন্যদিকে, গাজায় যুদ্ধবিরতি আলোচনা আজ রবিবার আবারও শুরু হওয়ার আশা করছেন কাতার ও মিসরের মধ্যস্থতাকারীরা। হামাসের দেওয়া তিন পর্বের যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনার জন্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কাতারের রাজধানী দোহায় পৌঁছেছে।
গাজায় গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত অন্তত ৩১ হাজার ৬৪৫ জন নিহত হয়েছে। আহত কমপক্ষে ৭৩ হাজার ৬৭৬ জন। আর ইসরায়েলে হামাসের হামলায় নিহত হয়েছে এক হাজার ১৩৯ জন।