7 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / আন্তর্জাতিক / গাজায় একদিনে ৯২ জনের মৃত্যু

গাজায় একদিনে ৯২ জনের মৃত্যু

নিউজ ব্যাংক ২৪. নেট : ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের মধ্য গাজার দেইর-আল-বালাহ শহরে ২৪ ঘণ্টায় অন্তত ১২ জন নিহত হয়েছেন, আহত অনেক। এদের মধ্যে বেশিরভাগ নারী ও শিশু। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার (১৬ মার্চ) জানায়, একদিনে সেখানে অন্তত ৯২ জনের মৃত্যু হলো।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

দেইর-আল-বালাহ শহরের কেন্দ্রস্থলে বিশারা এলাকার একটি আবাসিক এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে থাবেত পরিবারের অন্তত ১২ জন নিহত হয়। তাদের বেশিরভাগই নারী ও শিশু।

এদিকে, দাতব্য সংস্থার ১৩ টি ত্রাণবাহী ট্রাক নিরাপদে গাজা ও জাবালিয়ায় পৌঁছেছে। গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল থেকে উত্তরে যাওয়া প্রথম গাড়িবহর এগুলো।

অন্যদিকে, গাজায় যুদ্ধবিরতি আলোচনা আজ রবিবার আবারও শুরু হওয়ার আশা করছেন কাতার ও মিসরের মধ্যস্থতাকারীরা। হামাসের দেওয়া তিন পর্বের যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনার জন্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কাতারের রাজধানী দোহায় পৌঁছেছে।

গাজায় গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত অন্তত ৩১ হাজার ৬৪৫ জন নিহত হয়েছে। আহত কমপক্ষে ৭৩ হাজার ৬৭৬ জন। আর ইসরায়েলে হামাসের হামলায় নিহত হয়েছে এক হাজার ১৩৯ জন।

আরও পড়ুন...

ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে নারী-শিশুসহ নিহত শতাধিক

নিউজ ব্যাংক ২৪. নেট : ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরপ্রদেশের হাথরাসে ধর্মীয় এক অনুষ্ঠানে পদদলিত হয়ে …