22 Chaitro 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সারাদেশ / খোরশেদ ও শকুর পক্ষ থেকে নারায়ণগঞ্জে ১৫০০ প্যাকেট ব্লিচিং পাওডার বিতরন করবে জাগ্রত সংসদ

খোরশেদ ও শকুর পক্ষ থেকে নারায়ণগঞ্জে ১৫০০ প্যাকেট ব্লিচিং পাওডার বিতরন করবে জাগ্রত সংসদ

নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয় গত ২৪ জুলাই শুক্রবার। সেই দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত হন দেশ বিদেশে আলোচিত নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড এর জনপ্রিয় কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হন একই সিটির ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাসেম শকু। অনুষ্ঠানে সভাপতি রাগিব হাসান ভুইয়ার নেতৃত্বে সুশৃঙ্খল সেচ্ছাসেবী বাহিনী দেখে তারা মুগ্ধ হন।

অনুষ্ঠানে এক পর্যায়ে বক্তব্যে প্রধান অতিথী খোরশেদ বলেন এত সুন্দর ভাবে রাগীবের নেতৃত্বে এই সংগঠন চলছে আমরা মুগ্ধ। আমাকে প্রথম মানবতার ফেরিওয়ালা নারায়ণগঞ্জ জাগ্রত সংদ এর পক্ষ থেকে উপাধী দেয়া হয়। আজ আমাকে সম্মানে ভুষিত করা হয়েছে। এ জন্য জাগ্রত সংসদ কে ধন্যবাদ। এবং জাগ্রত সংসদের পক্ষ থেকে মাস্ক, হেক্সিসল, খাবার, টানেল, জীবানুনাশক স্প্রে বিতরন করে েএই সংগঠন সকলের মাঝে আশার আলো ফুটে উঠেছে। আমি এবং নাসিকের সকল কাউন্সিলর জাগ্রত সংসদের পাশে থাকবো। আমি এবং শকু ভাই এই দুইজনের পক্ষ থেকে এক হাজার প্যাকেট ব্লিচিং পাওডার রাগিবের কাছে বুঝিয়ে দিবো। কোরবানি ঈদের পর যেনো জীবানুমুক্ত রাখা যায় এজন্য বিতরন করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নাসিক ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু বলেন, সমাজের সাধারণ মানুষের বিপদের সময় কাজ করার মত ব্যক্তি বা সংগঠন দেশের অনেক রয়েছে। কিন্তু মরণঘাতি করোনা কালে সাধারণ মানুষের পাশে থেকে সার্বিক উন্নায়মূলক এবং সেবামূলক কাজ করার ক্ষেত্রে নারায়ণগঞ্জ জাগ্রত সংসদ অন্যতম। সংগঠনটি বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম করোনায় কাজকরার জন্য এগিয়ে এসেছিলো। তারা নগরীতে মাক্স, হ্যান্ড স্যানেটাইজার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে আশানুরূপ। আমরা আশাকরি নারায়ণগঞ্জ জাগ্রত সংসদ তাদের কর্মদক্ষতায় একদিন নারায়ণগঞ্জ শুধু নয় সারা বাংলাদেশে সুনাম অর্জন করবে।

এরপর সভাপতি রাগীব হাসান ভুইয়া বলেন তাদের ১০০০ প্যাকেটের সাথে আমি আমার পক্ষ থেকে আরো ৫০০ প্যাকেট ব্লিচিং পাওডার বিতরন করবো।

আরও পড়ুন...

সরাইলে পাড় ভেঙে নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার

নিউজ ব্যাংক ২৪. নেট : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ড্রেজার দিয়ে পুকুর খনন করে বালু তোলার সময় …