7 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / প্রতিবেদন / কুতুবপুরে  সারকারি ত্রাণ সুষ্ঠ ভাবে বিতরণ করলেন মেম্বার রোকন

কুতুবপুরে  সারকারি ত্রাণ সুষ্ঠ ভাবে বিতরণ করলেন মেম্বার রোকন

নিউজ ব্যাংক ২৪ ডট নেট :  করোনার কারণে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে ষষ্ঠ ধাপে আসা সরকারি ত্রাণ সুষ্ঠ ভাবে বিতরণ করলেন  কুতুবপুর ইউপি ৬ নং ওয়ার্ড সদস্য হাজী মো. রোকন উদ্দিন রোকন।
সোমবার ২০ এপ্রিল  দুপুরে ইউনিয়ন পরিষদ থেকে লিস্ট অনুযায়ী ত্রাণ বুঝে পাওয়ার পর মঙ্গলবার নিজ অফিস কার্যালয়ে এ ত্রাণ বিতরণ করে দেন রোকন মেম্বার।
এসময় তিনি বলেন,  সরকারি ত্রাণ আমাদের কাছে যেভাবে লিস্ট অনুযায়ী আসে আমরা সেভাবেই অতি দ্রুত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। এ ব্যাপারে কোনো বিলম্ব করি না। সরকারি ত্রাণের বাহিরেও বিভিন্ন এলাকায় নিজ অর্থায়নে ত্রাণ সামগ্রী বিতরণ করছি।

আরও পড়ুন...

ব্যাংক লুটের ঘটনায় হামলায় অংশ নেয় শতাধিক অস্ত্রধারী, গায়ে ছিল কেএনএফের পোশাক

নিউজ ব্যাংক ২৪. নেট :  বান্দরবানের রুমা ও থানচিতে পৃথক ব্যাংক লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার …