6 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / প্রতিবেদন / কাউন্সিলর দুলাল প্রধাণের নির্দেশে মনিরুজ্জামান (মনু)র তত্বাবধানে ২৩নং ওয়ার্ডে স্যানেটারাইজ পানি স্প্রে

কাউন্সিলর দুলাল প্রধাণের নির্দেশে মনিরুজ্জামান (মনু)র তত্বাবধানে ২৩নং ওয়ার্ডে স্যানেটারাইজ পানি স্প্রে

 

নিউজ ব্যাংক ২৪ ডট নেট : মহামারি করোনা ভাইরাস রোধে  নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর  সাইফুদ্দিন আহাম্মেদ দুলাল প্রধাণের নির্দেশে ২৩নং ওয়ার্ডের বিভিন্ন সড়কে আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনু’র তত্বাবধানে করোনা ভাইরাস প্রতিরোধে স্যানেটারাইজ পানি স্প্রে করা হয় ।

বুধবার ২৬ মার্চ বিকেলে ২৩নং ওয়র্ডের পৌরসভা মোড়, একরামপুর , ইস্পাহানি, খাঁন বাড়ির মোড়সহ বিভিন্ন সড়ক ও মহল্লায় এসব পানি স্পে করা হয় ।

 এসময় আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান মনু ছাড়াও আরো উপস্থিত ছিলেন, নাসিক সংরক্ষিত ২২,২৩,২৪নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শাওন অংকনসহ স্থানীয় অন্যান্য ব্যাক্তিবর্গ উপস্হিত ছিলেন ।

আরও পড়ুন...

ব্যাংক লুটের ঘটনায় হামলায় অংশ নেয় শতাধিক অস্ত্রধারী, গায়ে ছিল কেএনএফের পোশাক

নিউজ ব্যাংক ২৪. নেট :  বান্দরবানের রুমা ও থানচিতে পৃথক ব্যাংক লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার …