20 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সারাদেশ / কাউনিয়ায় শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে মুয়াজ্জিন গ্রেপ্তার

কাউনিয়ায় শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে মুয়াজ্জিন গ্রেপ্তার

নিউজ ব্যাংক ২৪. নেট :  রংপুরের কাউনিয়ায় মসজিদে ডেকে নিয়ে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মুয়াজ্জিন মিজানুর রহমানকে (৩৫) গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

বুধবার (২০ মার্চ) বিকেলের দিকে অভিযুক্তের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান।

পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, গত রবিবার (১৭ মার্চ) সকালের দিকে উপজেলার একটি মসজিদের মুয়াজ্জিন মিজানুর একই এলাকার সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে মসজিদে ঝাড়ু দেওয়ার জন্য ডেকে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ওই ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা মিজানুরকে আসামি করে বুধবার দুপুরে থানায় একটি মামলা করেন। বিকেলের দিকে তাকে গ্রেপ্তার করে। ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীকে বুধবার রংপুর ভিকটিম সাপোর্ট সার্ভিস সেন্টারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কাউনিয়া থানা ওসি মাহফুজুর রহমান বলেন, মামলার পর এস আই বুলবুলের নেতৃত্বে অভিযুক্ত মিজানুরকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন...

হাজীগঞ্জে শিশু বলাৎকার মাদ্রাসা শিক্ষক কারাগারে

নিউজ ব্যাংক ২৪. নেট : চাঁদপুরের হাজীগঞ্জে মো. ইসমাঈল হোসাইন (২৫) নামে এক মাদ্রাসা শিক্ষকের …