দেশের প্রথম করোনা রোগি সনাক্ত হয় গত মার্চ মাসের ৮ তারিখ। ৯ তারিখ থেকেই জনসাধারনের মধ্যে সচেতনতায় দেশের সামাজিক সংগঠন গুলোর মধ্যে প্রথম নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের সদস্যবৃন্দ মাঠে নামে।

তারা মাঠে মাস্ক বিতরন করে ১০০০ পিছ। যা চাষাঢ়া এবং শহরের দুই নম্বর রেইলগেইট এলা১কায় তারা বিতরন করে। এর পর ১০০০ বোতল হেক্সিসল বিতরন করে শহরে প্রসংশার দাবিদার হয়ে পরে। এরপর তারা একের পর এক কার্যক্রম হাতে নেয়। দেশে শুরু হলো লকডাউন। এরপরই জাগ্রত সংসদের পক্ষ থেকে ঘোষনা আসে ২০০ পরিবারের খাবারের দ্বায়ীত্ব তারা নিয়েছে। সে টি প্রায় ৭০০ পরিবারের মধ্যে বিতরন হয়। এরপর রান্না করা খাবার বিতরন করেন আরাইহাজার প্যকেট। ২৩ টি পরিবারের মধ্যে ঈদ সামগ্রি বিতরন, নগদ অর্থ সহায়তা দেয় ১১০ টি পরিবার কে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। ২ টি গর্ভধারন মায়ের ডেলিভারি খরচ, ১ টি মাদ্রাসায় ২৫০০০ টাকা অর্থ সহায়তা, ২ টি মসজিদে জীবানুনাশক স্প্রে ১ টি মসজিদে জীবানু নাশক টানেল, ৫ টি পরিবারের মধ্যে ও এম এস কার্ড, ২০ টি পরিবার কে সরকারি ত্রান, ১০০ টি কুকুর কে খাবার, ৫০০ টি পথ শিশুদের চিপস বিতরন সহ নানা কর্ম কান্ড পরিচালনা করে নারায়ণগঞ্জ বাসির কাছে আস্থা তৈরি করে।

নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের সভাপতি রাগিব হাসান ভুইয়ার নেতৃত্বে সংসদের কমিটি এবং সাধারন সদস্যরা এই কাজে তাকে অর্থ এবং শ্রম দিয়ে সাহায্য করে।