7 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / ওরা আবারও ষড়যন্ত্র করছে- শামীম ওসমান

ওরা আবারও ষড়যন্ত্র করছে- শামীম ওসমান

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান বলেছেন, ওরা আবারও ষড়যন্ত্র করছে। এবার নির্বাচন নিয়ে নয়। জাতির পিতার কণ্যা বলেছেন যে, উন্নয়ন নাকি অপরাধ হয়েছে। তাই থামিয়ে দিতে চাচ্ছে। পৃথিবীর এতো মন্দা থাকা অবস্থায়ও ২০৪১ সালের মধ্যে টপ ১০ টা দেশের মধ্যে যাবো। জাতীয় শ্রমিক লীগ এর ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা গুলো বলেন।
বৃহস্পতিবার ( ১২ অক্টোবর ) বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে জেলা শ্রমিক লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান আরও বলেন, এতো তেলবাজ, এতো নাটকবাজ চলে এসেছে আর ভালো লাগে না। আমি চিঠি লিখে বলেছিলাম আমাকে মনোনয়ন দিয়েন না। কারণ আমি এমপি না হলে কিছু হবে না। কিন্তু শেখ হাসিনা না এলে দেশ ধ্বংস হয়ে যাবে। এটা বড় যুদ্ধ। সারারাত ঘুমাই না, আমি সব খবর পাই। আমি জানি ওরা কোন দিক দিয়ে এগোচ্ছে আর ওরাও জানে আমি কোনো দিক দিয়ে এগোচ্ছি। ফুল গাছ লাগালে ফুল পাবেন, ফল গাছ লাগালে ফল পাবেন, কাটা গাছ লাগালে কাটা পাবেন। শেখ হাসিনা এখন দেশের সম্পদ তাকে দরকার। তিনি ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হবে। নতুন প্রজন্মের লাভ হবে।
শ্রমিক লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে শামীম ওসমান বলেন, সংগঠনটা গুছান। হাইব্রিড নিয়েন না, সিএস, আরএস দেখে নিয়েন। যোগ্যদের মূল্যায়িত করুন। কম নেতা দিয়ে সাজান, কিন্তু ভালো মতো সাজান।
জাতীয় শ্রমিক লীগ নারায়ণগঞ্জ জেলার আহবায়ক আব্দুল কাদির’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও চেয়ারম্যান জেলা পরিষদ নারায়ণগঞ্জ বাবু চন্দন শীল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা, জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির দর কষাকষি বিষয়ক সম্পাদক ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক এম এ রাসেল, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হক নিপু।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সদস্য সচিব মোঃ কামাল হোসেন, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক লীগের সহ সভাপতি মোঃ আশরাফ উদ্দিন।আরও বক্তব্য রাখেন, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মোঃ হুমায়ুন, মোঃ মোসলে উদ্দিন জীবন প্রমুখ।

আরও পড়ুন...

ত্বকী, শাওন ও স্বজন’র মত নারায়ণগঞ্জের সকল হত্যার বিচার করতে হবে- আবদুল মোনায়েম মুন্না

নিউজ ব্যাংক ২৪. নেট : “নারায়ণগঞ্জে গত সাড়ে পনেরো বছরে যত হত্যাকাণ্ড এবং অন্যায় হয়েছে, প্রত্যেকটি …