নিউজ ব্যাংক ২৪. নেট : দেশব্যাপী চলছে ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন -১৮ । এর আওতায় ওয়ালটন পণ্য কিনে রয়েছে নতুন গাড়ি পাওয়ার সুযোগ । ক্যাম্পেইনে ওয়ালটনের একটি এয়ার কন্ডিশানার বা এসি কিনে জাপানি ব্র্যান্ডের গাড়ি পেয়েছেন নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকাট ব্যবসায়ি মাসুদ করিম । ক্যাম্পেইনের চলমান সিজনের দ্বিতীয় গাড়ি বিজয়ী তিনি । এর আগে ওয়ালটনের ফ্রিজ কিনে গাড়ি পেয়েছিলেন যশোরের শার্শা উপজেলার আনসার বাহিনীর সদস্য শ্রী রতন লাল বাসফোড় ।

এসময় জাপানী গাড়ি বিজেতা মাসুদ করিম তার অনুভূতির কথা তুলে ধরে বলেন, আমি অত্যন্ত খুশি হয়েছি এ গাড়িটি জয় করে। আমি নিজে একজন ব্রেন স্টোকের রুগি, আমার মনে হচ্ছে এ আনন্দে আমি অনেকটা ভাল হয়ে গেছি। ওয়ালটন পন্য আমার ভাল লাগে স্বাদ এবং স্বাধ্যের মধ্যে ওয়ালটন পন্য কেনা যায়। এসি কিনে গাড়ি পেলাম অনেক ভাল লাগছে।
এসময় ওয়ালটন কর্মকর্তারা বলেন, মানুষের ভালবাসায় ওয়ালটন আজ এপর্যন্ত এসেছে। দেশী মানসম্মত পন্য স্বল্প দামে গ্রাহকদের হাতে তুলে দিচ্ছে। আজ গাড়ি সহ নানারকম আকর্শনীয় উপহার দিচ্ছে ওয়ালটন। আগামীতে গ্রাহকরা যেন জমি ও ফ্ল্যাট ক্রয় করতে পারে ওয়ালটন এমন উদ্যোগ নিচ্ছে। ওয়ালটন মানুষের কথা চিন্তা করে আগামীতে আরো ভাল মানসম্মত পন্য ওয়ালটন বাজারে নিয়ে আসবে।
উল্লেখ্য , অনলাইন অটোমেশনের মাধ্যমে গ্রাহকদের আরও দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন । আসছে ঈদুল আজহা উপলক্ষে সিজন -১৮ তে ক্রেতাদের জন্য ঘোষণা করা হয়েছে ‘ ওয়ালটন পণ্যে সাজবে বাড়ি , ঈদে এবার নিজের গাড়ি ‘ শীর্ষক বিশেষ সুবিধা । এর আওতায় দেশের যে কোনো ওয়ালটন প্লাজা , পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্লাটফর্ম ই – প্লাজা থেকে ফ্রিজ , টিভি , এয়ার কন্ডিশনার অথবা ওয়াশিং মেশিন কিনে ক্রেতারা পেতে পারেন গাড়িসহ রয়েছে লক্ষ লক্ষ উপহার । এ সুবিধা থাকছে ১৫ জুলাই , ২০২৩ তারিখ পর্যন্ত ।