7 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / এড.নূরুল আলম স্মরণে সভা ও গিয়াসউদ্দিন কমান্ডারের সুস্থ্যতায় দোয়া অনুষ্ঠিত

এড.নূরুল আলম স্মরণে সভা ও গিয়াসউদ্দিন কমান্ডারের সুস্থ্যতায় দোয়া অনুষ্ঠিত

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলার ‘বন্দর থানা সমিতি’র প্রয়াত সভাপতি এ্যাডভোকেট মোহাম্মদ নূরুল আলম স্মরণে ও বীরমুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন কমান্ডারের সুস্থ্যতা কামনায় আলোচনা সভা ইফতার ও দোয়ার মাহফিল ১০ এপ্রিল সোমবার বাদ আসর নবীগঞ্জস্থ গিয়াসউদ্দিন কমান্ডারের বাস ভবনে অনুষ্ঠিত হয়।
আলোচনা পর্বে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মোঃ হারুণ অর রশীদ, মজিবুর রহমান বাচ্চু। এ সময় উপস্থিত
ছিলেন জেলা জাসদ’র সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোহর আলী চৌধুরী, একেএম ইব্রাহিম, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, আব্দুল আজিজ, তাজ মোহাম্মদ, শাহ আলম, জসিমউদ্দিন ভূইয়া, শহীদুল ইসলাম ভূইয়া, বন্দর থানা জাসদ’র সভাপতি জয়নাল আবেদীন, সেলিম রেজা, আব্দুস সাত্তারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্মরণ সভা ও দোয়নুষ্ঠানের প্রাক্কালে মোহর আরী চৌধুরীসহ বীরমুক্তিযোদ্ধারা আলোচনার মধ্য দিয়ে প্রয়াত নূরুল আলমকে নিয়ে স্মৃতিচারণ করেন একই সাথে গুরুতর অসুস্থ্য বীরমুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন কমান্ডারকে
নিয়েও বিভিন্ন বিষয়াদি উপস্থাপন করেন।
আয়োজনের এক পর্যায়ে লিখিত বক্তব্য পাঠ করেন বন্দর থানা সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বন্দর থানা জাসদ’র সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ। তার বক্তব্যে উল্লেখ করেন, আপনারা এখানে  উপস্থিত হয়েছেন এজন্য আপনাদেরকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আল্লাহর নিকর্ট প্রার্থণা করছি আল্লাহ যেন সবাইকে সুস্থ্য রাখেন। আবারও প্রমাণ হলো মনে বন্ধন থাকলে যে যতই দূরে থাকুক না কেনো সুযোগ পেলে এক সাথে মিলিত হতে কোন বাধা টিকেনা। কয়েক দিন আগে শ্রদ্ধেয় গিয়াস ভাইয়ের সাথে সাক্ষাত করতে এলে তিনি জানতে চান সাত্তার ভাই, বাচ্চু ভাই, মোহর ভাই, জসিম ভাই ও শামীম চৌধুরীসহ কয়েক জনের কথা। সবার সাথে সাক্ষাত করতে
চান। শেষ বারের মতো বিদায় নিতে চান। এ সুযোগে আমারও আশা হলো আপনাদের সাথে শেষ বিদায় নিতে এরপর হয়তো আর সুযোগ নাও হতে পারে। আলম ভাই চলে গেছে, মতিন মোস্তফা, শফি, খলিল, মোখলেছ, তোফাজ্জল ভাই তারাও না ফেরার দেশে চলে গেছেন।
তাদের জন্য আল্লাহর নিকট দোয়া রইল আমার জন্যও দোয়া করবেন আল্লাহ যেন কাউকে কষ্ট না দিয়ে, ভালবাসার মধ্য দিয়ে আমাকে মৃত্যু দান করেন। আমিন।

আরও পড়ুন...

সাংস্কৃতিক বিরোধ আমরা যদি মেটাতে না পারি তাহলে বাংলাদেশের রাজনৈতিক বিরোধ মিটবে না- উপদেষ্টা ফারুকী

নিউজ ব্যাংক ২৪. নেট : সাংস্কৃতিক ভাবে বাংলাদেশকে আর দুই ভাগ করা যাবে না বলে …