নিউজ ব্যাংক ২৪. নেট : ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সতর্ক করে দিয়ে বলেন, সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে সন্দেহভাজন ইসরায়েলি বিমান হামলার প্রতিশোধ নেওয়া হবে। ওই হামলায় সাত ইরানি সামরিক কমান্ডার নিহত হওয়ার একদিন পর এমন হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার (২ মার্চ) এই সতর্কবার্তা দিয়েছেন।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, রাইসি বলেছেন, ‘প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে না পেরে নিজেকে বাঁচানোর জন্য ইহুদিবাদী ইসরায়েলি শাসক তার এজেন্ডাযর আওতায় অন্ধ হত্যাকাণ্ড শুরু করেছে। তাদের অবশ্যই জানা উচিত, দেশটি কখনই তার লক্ষ্য অর্জন করতে পারবে না এবং এই কাপুরুষোচিত অপরাধের মোক্ষম জবাব দেওয়া হবে।’
দীর্ঘদিন ধরে সিরিয়ায় ইরানের সামরিক স্থাপনা এবং দেশটির প্রক্সিদেরকে লক্ষ্যবস্তু করেছে। তবে সোমবারের ওই হামলা প্রথমবারের মতো দূতাবাস প্রাঙ্গণে আঘাত হেনেছে।
এ বিষয়ে রয়টার্স জানতে চাইলে ইসরায়েলের একজন সামরিক মুখপাত্র মন্তব্য করতে অস্বীকার করেছেন।
ইরান-সমর্থিত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে সঙ্গে প্রক্সিদের বিরুদ্ধেও হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল।
হামাস ৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামলার করে গাজা যুদ্ধের সূত্রপাত করেছিল যা এখনও চলছে।
ইসরায়েলি কর্তৃপক্ষের মতে, হামাসের ওই হামলায় ইসরায়েলে এক হাজার ২০০ জন নিহত হন। এসময় প্রায় আড়াইশো জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় প্রতিরোধ যোদ্ধারা।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ইসরায়েলের পাল্টা হামলায় গাজায় এখন পর্যন্ত ৩২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।