7 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / আলোচিত সাংবাদিক ইলিয়াস হত্যার অন্যতম আসামী ‘মিনা’ জামিনে বেড়িয়ে একাধিক ব্যক্তিকে হত্যার হুমকি দিচ্ছে- মানববন্ধনে এলাকাবাসি

আলোচিত সাংবাদিক ইলিয়াস হত্যার অন্যতম আসামী ‘মিনা’ জামিনে বেড়িয়ে একাধিক ব্যক্তিকে হত্যার হুমকি দিচ্ছে- মানববন্ধনে এলাকাবাসি

 

নিউজ ব্যাংক ২৪ ডট নেট : নারায়ণগঞ্জের বন্দরে চাঞ্চল্যকর সাংবাদিক ইলিয়াস হত্যা মামলার সদ্য জামিনপ্রাপ্ত ৮ নম্বর আসামী মিন্নত আলী ওরফে মিনা এবং অধরা আসামী মাসুদ প্রধানসহ সকল আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার বিকেল ৪টায় আদমপুর জিওধরা চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন,আমরা ইলিয়াস ভাইকে হারিয়েছি আর কাউকে হারাতে চাইনা। পুলিশ ইলিয়াসের ৫ খুনীকে এখনো ধরতে পারেনি তার উপরে আবার আরো এক খুনী মিন্নত আলী ওরফে জুয়ারী মিনা জামিনের বেরিয়ে ইলিয়াসের স্বজন এবং এলাকাবাসীকে একের পর হত্যার হুমকি দিয়ে বেড়াচ্ছে। খুনীদের হোতা মাসুদ প্রধানের শ্বশুর-শাশুড়ী এবং স্ত্রী এলাকাবাসীকে বার বার হুমকি-ধামকি দিয়েই যাচ্ছে তার কোন ব্যবস্থা নেয়া হয়না। হুমকির ব্যাপারে বন্দর থানায় এই পর্যন্ত ৩টি জিডিও করা হয়েছে অথচ বন্দর থানা পুলিশ একটি জিডির তদন্তেও আসেনি। পুলিশের অসহযোগিতার কারণে আজকে গোটা গ্রামবাসী নিরাপত্তাহীণ শংকার মধ্যে দিন কাটাচ্ছি। আমরা ভয়ংকর খুনীদের অনতিবিলম্ভে গ্রেফতার দেখতে চাই নইলে আরো কঠোর থেকে কঠোর কর্মসূচী দেয়া হবে।

তারা আরো বলেন,খুনীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে রহস্যজনক কারণে পুলিশ কাউকে গ্রেফতার করছেনা। আমরা পুলিশের উর্দ্ধতন মহলের হস্তক্ষেপ চাই।

এলাকার প্রতিবাদী কন্ঠস্বর জহিরুল হাসান মুন্নানর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মোতালেব প্রধাণ,মোঃ শফিউল্লাহ,মোঃ আওলাদ হোসেন,মোঃ ইয়াছিন,লাভলু মিয়া,আবু সুফিয়ান,মিনার হোসেন,মোঃ শাহিন,মোঃ জুয়েল,আসলাম প্রধান,নিহত সাংবাদিক শেখ ইলিয়াসের স্ত্রী জুলেখা বেগম ও ভাই সানোয়ার হোসেন। মানববন্ধন শেষে উপস্থিত গ্রামবাসীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণকালে বিক্ষোভে ফেটে পড়ে।

আরও পড়ুন...

সাংস্কৃতিক বিরোধ আমরা যদি মেটাতে না পারি তাহলে বাংলাদেশের রাজনৈতিক বিরোধ মিটবে না- উপদেষ্টা ফারুকী

নিউজ ব্যাংক ২৪. নেট : সাংস্কৃতিক ভাবে বাংলাদেশকে আর দুই ভাগ করা যাবে না বলে …