নিউজ ব্যাংক ২৪. নেট :আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যাগে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

সোমবার ২১ ফেব্রুয়ারী সকালে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ নাঃগঞ্জ জেলা শাখার আহবায়ক আলহাজ্ব মোঃ নাসির উদ্দিন এর নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ও জেলা মৎস্যজীবী লীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জানে আলম সেলিম।
এ সময় নেতৃবৃন্দের উদ্দেশ্যে জানে আলম সেলিম বলেন, মহান ২১ শে ফ্রেব্রুয়ারী, আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস। ৭০ বছর আগে এই দিনে মাতৃভাষার অধিকার রক্ষার দাবিতে রাজপথে নেমেছিলেন বাংলার বীর সন্তানরা। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে কর্মসূচি পালন করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন সালাম, রফিক, জব্বার, বরকত ও শফিকসহ আরও অনেকে। সেই সকল ভাষা শহীদদের প্রতি রইলো বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা। ১৯৯৯ সালে জাতিসংঘের স্বীকৃতির পর আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে সারা বিশ্বেই পালন করা হয় অমর একুশে ফেব্রুয়ারী।
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ নাঃগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মোঃ সাঈদ হাসান ইমন এর সার্বিক পরিচালনায় এসময় শ্রদ্ধা নিবেদনকালে আরো উপস্থিত ছিলেন, যুগ্ন আহবায়ক এস এফ এস মোঃ মনিরুল ইসলাম সিদ্দিকী, মোঃ আওলাদ হোসেন, এস.এম তাজউদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শহিউদ্দিন মিয়া, মোঃ শফিকুল ইসলাম, মোসলেম উদ্দিন মুসা, ফারজানা আক্তার, মোঃ বদরুদ্দিন মিয়া, এছাড়াও আহবায়ক কমিটির সদস্য বর্না মির্জা, তামান্না আক্তার তিন্নি, মোঃ রিপন খান, মোঃ মশিউর রহমান, মোঃ সোনা মিয়া, লায়লা আক্তার, সাইফুল ইসলাম শিপলু, শেখ মোঃ হাফিজ, টুম্পা মারাক, সুবর্ণা হক ও আয়েশা আক্তার সহ জেলা ও ফতুল্লা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।