নিউজ ব্যাংক ২৪. নেট : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অমর ২১শে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ফতুল্লা থানার নেতৃবৃন্দরা।
গত সোমবার ২১ ফেব্রুয়ারী সকালে নগরীর চাষাড়ার কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ফতুল্লা থানা শাখার বিপ্লবী সভাপতি শেখ মোঃ হাফিজ এর নেতৃত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নাজিম মোহাম্মদ হিমেল এর পরিচালনায় এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
সংক্ষিপ্ত এক বক্তব্যে শেখ মোঃ হাফিজ বলেন, ভাষা শহীদদের প্রতি আমাদের রয়েছে বিনম্র শ্রদ্ধা। মাননীয় প্রধানমন্ত্রী ও দেশ রত্ন শেখ হাসিনা বলেছেন, ‘আসুন দলমত নির্বিশেষে একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে দেশের সামগ্রিক উন্নয়নে কাজ করি এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখি। সবাই মিলে একটি অসাম্প্রদায়িক, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি এবং প্রতিষ্ঠা করি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ।’ তাই আমাদের সকলকে জাতির পিতার সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে।
এসময় শহীদদের প্রতি এ শ্রদ্ধা নিবেদনকালে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জানে আলম সেলিম, নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক হাজী মোঃ নাসির উদ্দিন, জেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব মোঃ সাইদ হাসান ইমন, ফতুল্লা থানা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি আবু সাঈদ, সামসুন্নাহার ও মোঃ পারভেজ, প্রচার সম্পাদক মোঃ আলাউদ্দিন, পরিবেশ বিষয়ক সম্পাদক রাবেয়া আক্তার নদী, মহিলা বিয়য়ক সম্পাদক রিনা বেগম, সমবায় ও কৃষি বিষয়ক সম্পাদক মোসাঃ সুমি সহ জেলা ও ফতুল্লা থানার নেতৃবৃন্দরা।