নিউজ ব্যাংক ২৪. নেট : সম্প্রতি কুকিচিনের কর্মকাণ্ডকে অত্যন্ত নিন্দনীয় আখ্যায়িত করে র্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, পাহাড়ে যৌথ অভিযান চলছে। বঙ্গবন্ধুর এ দেশে কোন সশস্ত্র সন্ত্রাসীরা থাকতে পারবেনা। যারা বিপথে গিয়েছে তারা আত্মসর্মপণ করলে তাদেরকে পুনর্বাসনের সুযোগ দেয়া হবে।
বুধবার (১৭ এপ্রিল) বিকালে বান্দরবান সার্কিট হাউজে এক প্রেস ব্রিফিং এ কথা বলেন র্যাব মহাপরিচালক।
এসময় তিনি বলেন, তাদেরকে আবারও আলোচনায় বসার সুযোগ দেয়া হবে। তারা ইচ্ছে করলে শান্তি কমিটির সাথে আলোচনায় বসতে পারবে। অথবা জেলা প্রশাসক কিংবা পুলিশ সুপারের মাধ্যমেও আলোচনায় বসে আলাপ আলোচনায় বসার সুযোগ রয়েছে বলেও জানান তিনি।
র্যাব মহাপরিচালক বলেন, যারা বিপথে গিয়েছে তারা যদি আত্মসর্মপণ করে তাহলে তাদেরকে সুযোগ দিয়ে পুনর্বাসন করা হবে। এর আগে জলদস্যুদেরও পূর্ণবাসন করা হয়েছিল। তারা যতক্ষণ শান্তির পথে না আসবে ততক্ষণ পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
এসময় অতিরিক্ত মহাপরিচালক (র্যাব অপারেশন) কর্নেল মো. মাহাবুব আলম, জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহীন, বান্দরবান সেক্টর সদর দপ্তর কর্নেল সোহেল আহমেদ, ডিজিএফআইয়ের কর্নেল মোহাম্মদ আসাদুল্লাহ জামশেদসহ বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।