19 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সারাদেশ / আখাউড়ায় থানার জানালা ভেঙে চম্পট আসামি, বরখাস্ত ২ পুলিশ

আখাউড়ায় থানার জানালা ভেঙে চম্পট আসামি, বরখাস্ত ২ পুলিশ

নিউজ ব্যাংক ২৪. নেট : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার একটি কক্ষের জানালার গ্রিল ভেঙে মাদক মামলার এক আসামি পালিয়ে গেছেন। মঙ্গলবার (২ জুলাই) দুপুরের দিকে থানা থেকে পালান তিনি। এ ঘটনায় ওই সময়ে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন ও কনস্টেবল জোৎস্না বেগমকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে।

মো. আরজু মিয়া (২৪) নামে ওই আসামিকে সোমবার (১ জুলাই) সকালে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে থানা-পুলিশ। পালিয়ে যাওয়ার পর মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তাকে আর আটক করতে পারেনি পুলিশ। পালিয়ে যাওয়া আরজু মিয়া কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের বাসিন্দা।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার সকালে উপজেলার ধরখার ফাঁড়ি পুলিশ চার কেজি গাঁজাসহ আরজু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে আখাউড়া থানায় হস্তান্তর করে মামলা করা হয়। দুপুরের দিকে তিনি থানার একটি কক্ষের জানালার গ্রিল ভেঙে পালিয়ে যান। বিষয়টি বুঝতে পেরে পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তারে অভিযান চালায়।

পুলিশ জানায়, আইনগত প্রক্রিয়া শেষে তাকে থানা হাজতে রাখার প্রস্তুতি নেওয়ার সুযোগে ওই কক্ষ থেকে পালিয়ে যান আরজু মিয়া।

মঙ্গলবার সকালে যোগদান করা আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, ‘থানায় যোগ দিয়েই বিষয়টি আমি জানতে পেরেছি। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ওই আসামি কীভাবে গ্রিল ভাঙলো সেটি বুঝতে পারছি না।’ দ্রুততম সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ওসি।

আরও পড়ুন...

হাজীগঞ্জে শিশু বলাৎকার মাদ্রাসা শিক্ষক কারাগারে

নিউজ ব্যাংক ২৪. নেট : চাঁদপুরের হাজীগঞ্জে মো. ইসমাঈল হোসাইন (২৫) নামে এক মাদ্রাসা শিক্ষকের …